কমিশনের নির্দেশ অনুযায়ী, যতদিন পর্যন্ত ক্ষতিপূরণের টাকা ফেরত না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। তবে ইতিমধ্যেই ভর্তি থাকা রোগীদের চিকিৎসায় যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
‘তোমার দুষ্টু ছেলের তরফে…’ ১০ বছরের ছেলে পকেটমানি জমিয়ে মাকে জন্মদিনে এমনই এক উপহার দিল !
advertisement
লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও
উল্লেখ্য, ১১ মাস আগে এক রোগীর পরিবার অভিযোগ করেছিল যে, হাসপাতালটি অতিরিক্ত বিল ও নানা খাতে অনৈতিকভাবে টাকা আদায় করেছে। তদন্তের পর কমিশন কসবা জেনেসিস হাসপাতালকে মোট ৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা রোগীর পরিবারকে ফেরত দিতে নির্দেশ দিয়েছিল।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে আসছে বলে অভিযোগ। কমিশনের তরফে বারবার লিখিত ও ই-মেলের মাধ্যমে যোগাযোগ করা হলেও হাসপাতাল কোনও জবাব দেয়নি। এমনকি আজকের কমিশন শুনানিতে হাসপাতালের অধিকর্তা ড. পূর্ণেন্দু রায়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে কমিশন সরাসরি রাজ্য স্বাস্থ্য দফতরকে জানিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করে।
