TRENDING:

Child trafficking: বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার? বিরাটীতে তুলকালাম

Last Updated:

ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিরাটী: এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷
শিশু চুরির অভিযোগে বিরাটীতে রেল অবরোধ৷
শিশু চুরির অভিযোগে বিরাটীতে রেল অবরোধ৷
advertisement

এ দিন সকালে এই ঘটনা ঘটে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনে৷ অভিযোগ, ওই ট্রেনের মহিলা কামরার ভিতরে বাজারের ব্যাগের ভিতরে কাপড়ে মুড়িয়ে বছর খানেকের একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা৷ ব্যাগের ভিতর থেকে এক সময় শিশুটি কাঁদতে শুরু করে৷ তখনই সন্দেহ হয় মহিলা কামরার অন্যান্য যাত্রীদের৷

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল

advertisement

ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷ এর পর ট্রেনটি বিরাটী স্টেশনে পৌঁছতেই কোনওক্রমে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই তাঁকে আটক করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়৷ যদিও অভিযুক্ত মহিলার বক্তব্য জানা সম্ভব হয়নি৷ অভিযুক্ত মহিলাকে বিরাটী জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটী স্টেশনে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়৷ শিশু চুরির অভিযোগের প্রতিবাদে রেল লাইনে নেমে ট্রেন অবরোধও করেন কিছু যাত্রী৷ যদিও অভিযুক্ত মহিলার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এই ঘটনায় বেশ কিছুক্ষণ শিয়ালদহ মুখী ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Child trafficking: বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার? বিরাটীতে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল