Mamata Banerjee: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি ট্রাফিক নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
কলকাতা: গতকালই কলকাতার রাস্তাঘাট জবরদখল হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে৷ চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হল কলকাতার নগরপালকে৷ এবার দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হল বিনীত গোয়েলকে৷
সূত্রের খবর, বাড়ি থেকে নবান্ন আসা যাওয়ার পথে গত কয়েকদিন দ্বিতীয় হুগলি সেতুর উপরে যানজট চোখে পড়ছিল মুখ্যমন্ত্রীর৷ এর পরই এ দিন কলকাতার নগরপালকে ফোন করেন তিনি৷ কেন দ্বিতীয় হুগলি সেতুর উপরে এত যানজট হচ্ছে, নগরপালের কাছে তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ রক্ষণাবেক্ষণের কাজ চললেও কেন তার জন্য আগে থেকে পরিকল্পনা করা হয়নি, সেই প্রশ্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই তড়িঘড়ি ট্রাফিক নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। দ্বিতীয় হুগলি সেতুর দু দিকের লেনেই মেরামতির কাজ চলছে। তার মধ্যেই কিভাবে ট্রাফিক কে সচল রাখা যায় তা নিয়ে বৈঠক করে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর।
advertisement
হুগলি সেতুর উপরে যান চলাচল মসৃণ রাখতে হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা শুরু করেছেন কলকাতা পুলিশের কর্তারা৷ যান নিয়ন্ত্রণে হুগলি সেতুর উপরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 9:20 PM IST