Sayantika Banerjee: রাজ ভবনে যাবেন না সায়ন্তিকারা! শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, কড়া হবেন রাজ্যপাল?

Last Updated:

এ দিন রাজ ভবন থেকে দুই বিধায়ককে যে চিঠি দেওয়া হয়, তাতে শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল৷

সায়ন্তিকা সহ নব নির্বাচিত দুই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কঠোর হবেন রাজ্যপাল?
সায়ন্তিকা সহ নব নির্বাচিত দুই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কঠোর হবেন রাজ্যপাল?
কলকাতা: বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত বিধায়কের সমর্থনকে কেন্দ্র করে রাজ ভবনের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ ও শাসক দলের সংঘাত আরও তীব্র হচ্ছে৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের চিঠি দেওয়া হলেও আগামিকাল শপথ নিতে রাজ ভবনে যাচ্ছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার৷
এ দিন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সায়ন্তিকা এবং রেয়াত৷ সেই বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিধানসভার অধ্যক্ষ৷
advertisement
বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় এসে তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবেন বরানগর ও ভগবানগোলার বিধায়ক৷ রাজ্যপালের জন্য আগামিকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভায় অপেক্ষাও করবেন তাঁরা৷ অধ্যক্ষের এই সিদ্ধান্তের পর শপথ গ্রহণ নিয়ে রাজ ভবনের সঙ্গে বিধানসভার সংঘাত আরও তীব্র হল৷
advertisement
এ দিন রাজ ভবন থেকে দুই বিধায়ককে যে চিঠি দেওয়া হয়, তাতে শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল৷ পাল্টা এ দিন অধ্যক্ষ বলেন, সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭২ সালে বাম বিধায়করা তিন বছর শপথ নেননি। তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি।
অধ্যক্ষ আরও বলেন, বি আর আম্বেদকর তার বক্তব্যে বলে গেছেন, কোনও উপনির্বাচনে জিতে আসলে তাকে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করাবেন। প্রয়োজনে সেই কপি রাজভবনে পাঠানো হবে। যা হচ্ছে তা অত্যন্ত দূর্ভাগ্যজনক। সূত্রের খবর, দুই বিধায়ককে অপেক্ষা করে পরিস্থিতির উপরে নজর রাখার পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ৷
advertisement
প্রসঙ্গত, দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন শুরু হয়েছে৷ রাজ্যপাল চাইছেন, দুই বিধায়ক রাজ ভবনে এসে শপথ নিন৷ যদিও সেই প্রস্তাবে রাজি নন বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক দল৷ আগামিকাল শেষ পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার শপথ নিতে পারেন কি না, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayantika Banerjee: রাজ ভবনে যাবেন না সায়ন্তিকারা! শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, কড়া হবেন রাজ্যপাল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement