মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিবের ডাকা জেলাশাসকদের বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা ধরে বৈঠকে থেকে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পের প্রচার এবং মানুষের সুবিধা নিশ্চিত করার জন্য একাধিক নির্দেশ দেন।
advertisement
দিনে দু’বোতল মদ অর্ডার করতেন! VIP রোডের হোটেলের ঘরের দরজা ভেঙে মিলল BSF জওয়ানের দেহ
আইন-শৃঙ্খলায় নজরদারি
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও সরাসরি তদারকি করতে হবে।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে জোর
তিনি নির্দেশ দেন—
- প্রকল্পের প্রচার আরও বাড়াতে হবে।
- কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, তা সাধারণ মানুষকে জানাতে হবে।
- যেখানে মানুষের সুবিধা হবে, সেখানেই ক্যাম্প করতে হবে।
- মন্ত্রী ও সিনিয়র অফিসারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে।
- সমস্যা দ্রুত সমাধানের জন্য লোকেশনভিত্তিক নজরদারি রাখতে হবে।
পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা
মুখ্যমন্ত্রী জানান, বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন। তাদের জন্য জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে—
- সন্তানদের স্কুলে ভর্তি করাতে সাহায্য।
- স্বাস্থ্য সাথী কার্ড, কৃষক বন্ধু সহ সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।
- কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা।
তিনি বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা বলেন। বৈঠকে উপস্থিত জেলাশাসক, এসপি ও সিপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে।