আগরতলায় গিয়ে নিজের 'ঘর ওয়াপসি' প্রসঙ্গে রাজীবের জবাব, ''আমাকে অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন, ওঁর হাত ধরেই আমাকে যোগ দেওয়াবেন দলে, তাই এখানে আসা। তৃণমূল এখন সর্বভারতীয় দল। তাই ত্রিপুরাতে যোগ দিলে আমার আপত্তি কেন থাকবে?'' একইসঙ্গে চার্টাড বিমানে গিয়ে বিজেপি-তে যোগ দিতে যাওয়ার প্রসঙ্গেও তিনি বলেন, ''আজ আর নাম বলতে চাইনা। কিন্তু আপনাকে বলছি, আমি চার্টাড ফ্লাইটে যেতে চাইনি। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।''
advertisement
আরও পড়ুন: অভিষেকের হাত ধরেই ত্রিপুরা BJP-তে ভাঙন শুরু, আশিসের যোগদানে আরও বড় জল্পনা
যদিও রাজনৈতিক মহলের একাংশ বলছেন, তৃণমূলে ফেরার চেষ্টা রাজীব ভোটের ফল প্রকাশের পর থেকেই করে যাচ্ছেন। কিন্তু সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়দের মতো আপত্তি বারবার উঠে আসছিল। এমনকী এখানে রাজীবকে যোগদান করালে বিক্ষোভের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সেই কারণেই ত্রিপুরায় নিয়ে গিয়ে যোগদান করানো হল তাঁকে। আশঙ্কা অবশ্য একেবারে অমূলকও নয়। রাজীবের যোগদানের পরই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কলকাতার দিকে-দিকে পোস্টার! বিড়ম্বনায় BJP
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Anubrata Mandal Kalyan Banerjee and Anupam Hazra On Rajib Banerjee) স্পষ্টতই বলেন, ‘নির্বাচনের সময় ডোমজুড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুবাইয়ে টাকার লেনদেন চলছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এমনকি গড়িয়াহাটে তাঁর নাকি ৩-৪ টি বাড়িও আছে। তবে বুঝতে পারছি না, এ রকম একটা টপ টু বটম দুর্নীতিগ্রস্ত লোককে কেন দলে ফিরিয়ে নেওয়া হল?’ রাজীব অবশ্য কল্যাণের অভিযোগ প্রসঙ্গে পাল্টা বলেছেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার সম্মানীয় অভিভাবক। উনি কী বললেন আমাকে নিয়ে, তা নিয়ে আমি ভাবছি না।''