পঞ্চায়েত ভোটের আগের রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত হতে শুরু করে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর৷ তারপর সময় যত গড়ায় ততই জেলা জেলা থেকে আসতে শুরু করে অশান্তির খবর৷ মারপিট, হাতাহাতি তো বটেই গুলি-বোমার তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় একাধিক এলাকা৷
এখনও পর্যন্ত শুধুমাত্র আজ, পঞ্চায়েত ভোটের দিনই রাজ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ যদিও, রাজ্য কমিশনের হিসাবে সেই সংখ্যা মাত্র ৩৷ এদিন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা অবশ্য দাবি করেছেন, পঞ্চায়েত ভোটের এই হিংসা-অশান্তির পিছনে আসলে দায়ী একমাত্র কেন্দ্রীয় বাহিনী৷ সময়মতো বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না পৌঁছনোর জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন নির্বাচন কমিশনার৷
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে লাশ পড়ল তৃণমূল এজেন্টের! অভিযুক্ত CPIM, এলাকায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী
বিকেল ৫ টার পরে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরে সামনে আসে এদিনের ভোটদানের মোট পার্সেন্টেজ৷ জানানো হয়, জেলা ভিত্তিক পরিসংখ্যানও৷
নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিন ভোট পড়েছে..
আলিপুরদুয়ার- ৬৩:১১
দক্ষিন দিনাজপুর- ৬১:৯৩
কোচবিহার- ৬৩:৮৪
জলপাগুড়ি- ৬২:২৪
উত্তর দিনাজপুর- ৫৬:৮৭
মুর্শিদাবাদ- ৬৫:৯৫
মালদহ- ৬৩:৪৪
পশ্চিম মেদিনীপুর- ৭৯:১৫
পুরুলিয়া- ৫৯:৮৫
বাঁকুড়া- ৫৯:৮৩
বীরভূম- ৬৮:৮৮
ঝাড়গ্রাম- ৬৪:২৬
হুগলি- ৬৫:৪৩
হাওড়া- ৬৭:৫৮
উত্তর চব্বিশ পরগণা- ৬৭;৮৮
পশ্চিম বর্দ্ধমান- ৬৫:৮৫
নদিয়া- ৬৮:৭২
দক্ষিণ চব্বিশ পরগণা- ৬৫:৪০
পূর্ব মেদিনীপুর- ৬৭:২৩
পূব বর্দমান- ৬৮:৯০
কালিম্পং- ৫৬:৪৯
