WB Panchayat Election 2023: নন্দীগ্রামে লাশ পড়ল তৃণমূল এজেন্টের! অভিযুক্ত CPIM, এলাকায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে মৃত্যু মিছিল৷ দিকে দিকে পড়ছে লাশ৷ গুলি, বোমায় ক্ষতবিক্ষত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা৷ বেলা ১টার মধ্যেই ভোটে নিহতের সংখ্যা পৌঁছে যায় ১৩-এ৷ মুর্শিদাবাদ, দিনহাটা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান৷ মৃত্যু খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই৷

প্রতীকী
প্রতীকী
দক্ষিণবঙ্গ: ভোটের দিনে তৃণমূল এজেন্টের মৃত্যু হল নন্দীগ্রামে৷ নিহত ব্যক্তির নাম গৌতম রায়৷ বয়স ৬২ বছর। সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি-বচসার পরে ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম৷ এখানকারই ২৬২ নম্বর বুথের তৃণমূল এজেন্ট ছিলেন নিহত গৌতম রায়। ঘটনা ঘিরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যেরা। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘উত্তেজনা বাড়াচ্ছেন রাজ্যপাল!’, সি ভি আনন্দ বোসের কড়া সমালোচনা তৃণমূলের, ছাড় নয় শুভেন্দুকেও
জানা গিয়েছে, বুথের ভিতর সিপিআইএমের প্রার্থী ও কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন নিহত গৌতম রায়। সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে বুথের বাইরে বের করে দেওয়া হয় এবং ঘটনাচক্রে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাটোয়ার নন্দীগ্রামে। পরিস্থিতি যাতে কোনওভাবেই উত্তপ্ত না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে মৃত্যু মিছিল৷ দিকে দিকে পড়ছে লাশ৷ গুলি, বোমায় ক্ষতবিক্ষত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা৷ বেলা ২টার মধ্যেই ভোটে নিহতের সংখ্যা পৌঁছে যায় ১৫-এ৷ মুর্শিদাবাদ, দিনহাটা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান৷ মৃত্যু খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই৷
আরও পড়ুন: ‘হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছে পুলিশ!’, অভিযোগ ঘিরে তুমুল তোপ লকেটের
পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের এজেন্টকে মারধর করে খুন করার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।
advertisement
ভোটের বলির খবর এসেছে বাসন্তী থেকেও৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির করেছে সিপিএম। বোমার আঘাতে মৃত্যু আনিসুর অস্তাগারের। বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০৩ নম্বর বুথ ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলের ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: নন্দীগ্রামে লাশ পড়ল তৃণমূল এজেন্টের! অভিযুক্ত CPIM, এলাকায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement