আরও পড়ুন: গিয়েছিলেন মনোনয়ন জমা দিতে... মাঝপথে যা কাণ্ড করে বসলেন এই ‘বিজেপি’ প্রার্থী!
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal Covid Update) মোট করোনা আক্রান্ত (West Bengal Covid Cases) ৯ হাজার ৭৩ জন। যা গত কয়েকদিনের নিরিখে রেকর্ড। তার মধ্যে কলকাতায় সংক্রমিত পাঁচহাজার ছুঁই ছুঁই। ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। তবে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মাঝে বিপরীত ছবি কালিম্পংয়ে। সেখানে দৈনিক আক্রান্ত মাত্র ২ জন।
advertisement
আরও পড়ুন: দিনে ৬০ হাজার জনকে হাসপাতালে পাঠাতে পারে... কেন ভয় পাবেন ওমিক্রনকে? জানুন আসল কারণ!
এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা (West Bengal Covid Update) বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে বেশ খানিকটা। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাস (West Bengal Covid Cases) । তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮১০ জন। তবে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ায় সংক্রমণের হার কমেছে আজ। সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৮.৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৭,৮৬৪ জনের।
মঙ্গলবারের তুলনায় যদিও পজিটিভিটি রেট কমেছে কিছুটা। কারণ, গতকাল সংখ্যাটা ছিল ১৯.৫৯ শতাংশ। কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও ভাইরাসে (West Bengal Covid Update) আক্রান্ত হচ্ছেন অনেকেই। তা সত্ত্বেও টিকাকরণ কর্মসূচিতেই আরও জোর দিতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার কোভিড টিকা নিয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৭৮১ জন। প্রথম ডোজ নিয়ে ২ লক্ষ ৪০৭ জন। এবং বাকি ৬ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন নিয়েছেন টিকার দ্বিতীয় ডোজ (Covid Vaccination Bengal)।
আরও পড়ুন: ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বড় ঘোষণা সৈকত-নগরীতে?
করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে বঙ্গে জারি কড়া বিধিনিষেধ (West Bengal Covid Restrictions)। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বিভিন্ন এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় (Kolkata) ২৫, দুই ২৪ পরগনায় মোট ১১৮টি, হাওড়ায় ২৬টি মাইক্রো কনটেনমেন্ট জোন। এদিকে, স্বাস্থ্যক্ষেত্রেও থাবা ক্রমশ চওড়া হচ্ছে করোনার। চিত্তরঞ্জন সেবাসদনে ৩ দিনে ৮০ জন আক্রান্ত হওয়ায় হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।