TRENDING:

West Bengal: 'মুখ্যমন্ত্রী বিধাসভায় থাকলে...' বিধায়কদের উদ্দেশ্যে জরুরি বার্তা অধ্যক্ষের

Last Updated:

West Bengal: এই পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ''কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাকে। আমি চাই সভা শান্তিপূর্ণ হোক।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং-এর ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে বৃহস্পতিবার উত্তাল হল পশ্চিমবঙ্গ বিধানসভা৷ বিজেপি বিধায়কদের ‘ক্ষমা’ চাওয়ার দাবি তুললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা৷ এদিন গিরিরাজের মন্তব্য নিয়ে বিধানসভার অধিবেশনে দৃষ্টি আকর্ষণ করেন শশী পাঁজা৷ তিনি বলেন, ‘‘উনি যে মন্তব্য করেছেন তা অসম্মানজনক৷ কুকথা, কুরুচিপূর্ণ মন্তব্য। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য! উনি তিনবারের মুখ্যমন্ত্রী। একাধিকবারের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। এই মন্তব্য নারীবিদ্বেষমূলক মন্তব্য৷” শশী পাঁজার মন্তব্যের পরপরই দু’পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা৷ তুমুল হট্টগোল উভয়পক্ষের৷
অধ্যক্ষের কড়া বার্তা
অধ্যক্ষের কড়া বার্তা
advertisement

এই পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ”কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমাকে। আমি চাই সভা শান্তিপূর্ণ হোক। শান্তিপূর্ণ পরিবেশে সভা হলে বিধানসভা ও বিধায়ক সমৃদ্ধ হয়। আমি চাই বিরোধী বিধায়করা আরও বেশি করে যোগ দিন। মন্ত্রীদের কাজের ফাঁক ফোকর বোঝা যায় প্রশ্ন উত্তর পর্বে।”

আরও পড়ুন: গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!

advertisement

অধ্যক্ষের সংযোজন, ”সকালে সদস্য সংখ্যা অত্যন্ত কম থাকে। যারা প্রশ্ন করেন, তারা আসছেন না। মুখ্যমন্ত্রী আসলে বিধানসভা প্রাণবন্ত হয়ে ওঠে। উত্তাপ ও উত্তেজনা থাকবে। কিন্তু সীমাবদ্ধতা থাকবে। আমাদের সদস্যরা বলুন। আরও প্রশ্ন করুন। নওশাদ অনেক স্বাধীনচেতা। তাপস রায় প্রাণবন্ত মানুষ। কিন্তু হাউজের মধ্যেই মাঝে মাঝে এমন আড্ডা জুড়ে দেন, যে আমি বিরক্ত হয়ে যাই।”

advertisement

আরও পড়ুন: ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! গন্তব্যে পৌঁছতে দেরি, রইল ভিডিও

বিরোধীদের উদ্দেশ্যেও স্পিকার বলেন, ”বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ওয়াক আউট করলেই আপনাদের কাজ হবে বলে আমি মনে করি না। উত্তাপ ও উত্তেজনা থাকবে। কিন্তু হাউজ আসুন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘‘নারীবিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী এমন মন্তব্য করতে পারেন না৷ তৃণমূলে ৩৫% মহিলা জনপ্রতিনিধি।’’ অন্যদিকে, বিজেপির পাল্টা যুক্তি, যিনি এই বিধানসভার এই সদনের সদস্য নয় তাঁকে নিয়ে প্রস্তাব আনা যায় না৷ অধ্যক্ষ হইচই থামানোর কৌশল নিলেও উত্তেজনা থাকে অব্যাহত৷ অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভাল৷ আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে। যা বলেছেন তা বাঞ্ছনীয় ছিল না।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal: 'মুখ্যমন্ত্রী বিধাসভায় থাকলে...' বিধায়কদের উদ্দেশ্যে জরুরি বার্তা অধ্যক্ষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল