Bhubaneswar Howrah Shatabdi Express: ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! গন্তব্যে পৌঁছতে দেরি, রইল ভিডিও

Last Updated:

Bhubaneswar Howrah Shatabdi Express Cuttack Station: ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে ধোঁয়া বেরতে থাকে৷ এরফলে মুহূর্তে হইচই পড়ে যায় ট্রেনে৷

কটক: ভোরবেলায় বিপত্তি৷ ফের দুরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক৷ ওড়িশার কটক স্টেশনে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বৃহস্পতিবার সকালে ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা বলে জানা গিয়েছে৷
ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে সেই সময় কটক স্টেশনে দাঁড়িয়েছিল৷ সেখানেই হঠাৎ করে ট্রেনের কোচ থেকে কালো ধোঁয়া দেখতে পারেন যাত্রীরা৷ ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে ধোঁয়া বেরতে থাকে৷ এরফলে মুহূর্তে হইচই পড়ে যায় ট্রেনে৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে৷ অনেকে আবার ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন৷
advertisement
advertisement
তবে সঠিক সময় ফারার সার্ভস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন৷ ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে যে হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেস কটক রেলওয়ে স্টেশনে থামার জন্য ব্রেক লাগালেই একটি কোচের চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে৷ তারপরই আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্টেশন আধিকারিকরা এবং দমকল কর্মীরাও এসে পৌঁছয় ঘটনাস্থলে৷ খুবই অল্প সময়ের মধ্যে আগুন আয়ত্তে আসে৷ কিছুক্ষণ পরীক্ষা নিরিক্ষার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷ কটক থেকে ৭.১৫ মিনিট নাগাদ রওনা দেয় হাওড়া-জনশতাব্দী এক্সপ্রেস৷ এই ঘটনায় কোনও হতাহতে খবর নেই৷ ক্ষয়ক্ষতিও কিছু হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
তবে রেল সূত্রে জানানো হয়েছে, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সামান্য ধোঁয়া দেখা গিয়েছে। তবে তা তেমন বড় আকার ধারণ করার আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আগুন লাগার ফলে প্রায় ৩০ মিনিট মতো ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকভাবেই কিছুটা ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
বাংলা খবর/ খবর/দেশ/
Bhubaneswar Howrah Shatabdi Express: ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! গন্তব্যে পৌঁছতে দেরি, রইল ভিডিও
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৬ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement