TRENDING:

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট খবর, অফিসারদের বড় নির্দেশ দিল ভারতীয় রেল!

Last Updated:

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসকে কার্যত আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে চাইছে ভারতীয় রেল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন সেট নিয়ে গোটা দেশ জুড়ে ভীষণ আগ্রহ তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আরও বেশি প্রচার চালানোর নির্দেশ।২০২৪ এর আগে বন্দে ভারতকে বেশি করে প্রচারের আলোয় আনতে হবে।বাংলায় রেলের যা যা প্রকল্প চলছে রোজ তার প্রচার চালাতে হবে। সোশ্যাল মিডিয়ায় চাই রেলের সব পজিটিভ নিউজ। বিভিন্ন স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের প্রচার চালাতে হবে। রেলের জনসংযোগ আধিকারিকদের কনফারেন্সে নির্দেশ।
বন্দে ভারত নিয়ে বড় পরিকল্পনা
বন্দে ভারত নিয়ে বড় পরিকল্পনা
advertisement

বন্দেভারত এক্সপ্রেসকে কার্যত আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে চাইছে ভারতীয় রেল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন সেট নিয়ে গোটা দেশ জুড়ে ভীষণ আগ্রহ তৈরি হয়েছে। একাধিক রাজ্যে, একাধিক রুটে এই বন্দে ভারত এক্সপ্রেসকে চালাচ্ছে ভারতীয় রেল৷ সূত্রের খবর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন সেট দেওয়া হবে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশ জুড়ে ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা জানিয়েছিল কেন্দ্র৷

advertisement

আরও পড়ুন: চাকরি দিতে ঘুষের ১০% পেত কুন্তল, আর বাকিটা যেত...চাঞ্চল্যকর দাবি কোর্টে! তোলপাড় বাংলা

ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন সেট তৈরির কাজ চলছে। দেশের আটটি রুটে এই ট্রেন চালানো হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই আরও বেশ কিছু রুটে এই দ্রুত গতির সেমি হাইস্পিড ট্রেন দৌড়বে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনকেই তাই প্রচারের আলোয় নিয়ে আসতে চায় ভারতীয় রেল। মেক ইন ইন্ডিয়াকে আসলে দেশের মানুষের সামনে নিয়ে যেতে চায় ভারতীয় রেল। তাই জনসংযোগ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে আরও বেশি করে প্রচার চালানোর জন্য।আগে রেল বাজেট আলাদা করে পেশ করা হত।

advertisement

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বর্তমানে সাধারণ বাজেটের সঙ্গে মিশে গেছে রেল বাজেটের৷ কিন্তু রাজনৈতিক মহলের মতে দেশের সবচেয়ে বড় গণপরিবহন ব্যবস্থাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট প্রচারের অস্ত্র হিসাবে ব্যবহার করেছে।জনসংযোগ আধিকারিকদের বৈঠকে বলা হয়েছে, সকলকে সোশ্যাল মিডিয়া প্রচারে জোর দিতে হবে। আরপিএফের কাজের প্রশংসা যেমন করতে বলা হয়েছে। তেমনি দেশের বিভিন্ন প্রান্তে যত নির্মাণের কাজ চলছে ভারতীয় রেল সংক্রান্ত তাও প্রচার করতে বলা হয়েছে।।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট খবর, অফিসারদের বড় নির্দেশ দিল ভারতীয় রেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল