টুম্পা সোনার মতো এবারেও অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্যারোডিই তৈরি ফেলেছে রাহুল- নীলাব্জ জুটি৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার সিবিআই-এর হাতে গ্রেফতার হয়ে যেভাবে প্যাঁচে পড়েছেন, তা নিয়ে গানের ছত্রে ছত্রে ঝরে পড়েছে ব্যঙ্গ, বিদ্রুপ৷
অনুব্রতর মুখে বিভিন্ন সময়ে গুড়- বাতাসা, নকুলদানা খাওয়ানোর থেকে শুরু করে চড়াম চড়াম ঢাক বাজানোর মতো যে সমস্ত বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে, সেগুলির উল্লেখও গানে রয়েছে৷ একদা গরমাগরম উক্তি দেওয়া অনুব্রত এখন যে সিবিআই-এর হাতে বন্দি হয়ে কার্যত অসহয়, গানের মাধ্যমে সেটাই তুলে ধরেছেন রাহুল- নীলাব্জ৷ পাশাপাশি অনুব্রতর বিরুদ্ধে ওঠা অন্যান্য দুর্নীতির অভিযোগ এবং সার্বিক ভাবে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: পকেটে রাখা মা তারার আশীর্বাদী ফুল, মাঝে মধ্যেই কপালে ঠেকাচ্ছেন অনুব্রত
আগের মতো এবারেও গানের কথা লিখেছেন রাহুল পাল, সুর দেওয়ার পাশাপাশি গান গেয়েছেন নীলব্জ নিয়োগী৷ রাহুলের কথায়, 'করি চুরি, বালি চুরি, কয়লা চুরির টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটেই যায়। অনেক কান ধরে খেলা হয়েছে। এবার মাথা চাই। আমাদের প্রতিবাদের হাতিয়ার গান। আমাদের কথা আমরা গানের মাধ্যমে বলে যাব৷'
২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি-কে একসঙ্গে বিঁধে টুম্পা সোনা প্যারোডি তৈরি করেছিলেন রাহুল- নীলাব্জ৷ তার পরেও অন্য ইস্যুতেও গান বেঁধেছেন তাঁরা৷ এবার অনুব্রতকে নিয়ে তৈরি প্যারোডি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে৷ অনুব্রতর গ্রেফতারির পর গুড়-বাতাসা, নকুলদানা নিয়ে রাস্তায় নেমেছেন বিরোধীরা৷ গুড়-বাতাসা, নকুলদানার সঙ্গে রাহুল-নীলব্জর তৈরি এই নতুন গানও বাম সমর্থকদের অস্ত্র হয়ে উঠতে পারে৷