স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন দেবব্রত মণ্ডল৷ রাতে সেই বিয়ে বাড়ি থেকে বেরোতেই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তৃণমূল নেতাকে গুলি করে৷ সেই সময় ওই তৃণমূল নেতার সঙ্গে তাঁর সাত থেকে আট জন সঙ্গীও ছিলেন৷ তাঁর বাঁ হাতের কনুইয়ের পাশে একটি গুলি লাগে৷ দ্বিতীয় গুলিটি লাগে তাঁর কোমরের কাছে৷ রাতেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়৷ আজ সকালেই এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করার কথা৷
advertisement
২০১৩ সালে প্রথম বার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন এলাকার জনপ্রিয় এই তৃণমূল নেতা৷ শেষ পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর সাঁপুইপাড়া পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন৷ গতকাল দলীয় এক সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান তিনি৷ সেখান থেকে বেরিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে এগোতেই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ৷
সূত্রের খবর, একটি গুলি দেবব্রত মণ্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়৷ দুটি গুলি তাঁর শরীরে লাগে৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নির্বাচিত হন সুমন চৌধুরী৷ তোলাবাজি এবং খুনের ঘটনায় অভিযুক্ত এই দুষ্কৃতী কিছুদিন আগেই জেল থেকে ছাডা় পেয়েছে৷ যদিও গুলিবিদ্ধ তৃণমূল নেতার দাদা এবং তাঁর সঙ্গীদের দাবি, এই সুমন চৌধুরীর সঙ্গে দেবব্রতবাবুর কোনও শত্রুতা ছিল না৷
আহত তৃণমূল নেতার দাদা সুব্রত মণ্ডল বলেন, এলাকায় ভাই অত্যন্ত জনপ্রিয় ছিল৷ পঞ্চায়েত প্রধান হিসেবে প্রচুর কাজ করেছিল৷ কোন শত্রুতা ছিল বলে জানতাম না৷
এই ঘটনায় ডোমজুড়ের সাঁপুইপাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ এ দিন সকালেও গোটা এলাকা থমথমে রয়েছে৷ এলাকার বাসিন্দাদের দাবি, এর আগেও ওই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
সহ প্রতিবেদন- সাহ্নিক ঘোষ
