তবে, ইস্তফার কারণ নিয়ে এখনও মুখ খোলেননি অর্পিতা। সংসদের বাদল অধিবেশনে 'সংসদ ভবনের দরজার কাঁচ ভাঙা' নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অর্পিতা। তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ তুলেছিলেন সংসদ ভবনের এক নিরাপত্তাকর্মী। দাবি করলেন, কাঁচ ভেঙে চোট লেগেছে তাঁর। পেগাসাস কাণ্ড নিয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই লোকসভা এবং রাজ্যসভায় সরব হয়েছিলেন অর্পিতা। জাতীয় স্তরে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলতেন দলের বিষয়ে।
advertisement
আরও পড়ুন: ভবানীপুরের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনিপুণ ছক! নজরে বাকি ২ কেন্দ্রও
বালুরঘাট থেকে জিতে সাংসদ হয়েছিলেন অর্পিতা। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটে বালুরঘাট আসন থেকে হেরে যান তিনি। কিন্তু তারপরই তাঁর উপরে আস্থা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে রাজ্যসভার সাংসদ পদে অর্পিতা ঘোষ (Arpita Ghosh)-কে ফের বেছে নেন তৃণমূল নেত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনেও তাঁকে অনেকটাই দায়িত্ব দিয়েছিল তৃণমূল।
