এ দিকে বিমানবন্দরে গিয়েও অসুস্থ বোধ করছেন বলে বার বার ইডি আধিকারিকদের জানাচ্ছেন অনুব্রত মণ্ডল৷ এমন কি, তাঁকে কাছের কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও আবদার করেছেন কেষ্ট৷ যদিও অনুব্রতর অনুরোধ রাখেনননি ইডি কর্তারা৷
আরও পড়ুন: মিলেছে ফিট সার্টিফিকেট! সন্ধ্যার বিমানেই অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে
advertisement
আদালতের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ৷ সেখানে তাঁকে পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকরা৷ এর পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য তাঁকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসেন ইডি আধিকারিকরা৷
বিমানবন্দরে অনুব্রত মণ্ডলকে ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল অন্যান্য যাত্রীদের৷ তাঁকে নিয়ে সোজা ভিআইপি লাউঞ্জে চলে যান ইডি কর্তারা৷ বিমানবন্দরে পৌঁছে লাল চা খেয়েছেন অনুব্রত৷ অসুস্থ বোধ করলেও ইডি কর্তাদের কাছে হাল্কা খাবারও খেতে চান তিনি৷ আজ সন্ধে ৬.৪৫ মিনিটের বিমানে অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি রওনা দেবেন ইডি আধিকারিকরা৷