Anubrata Mondal: মিলেছে ফিট সার্টিফিকেট! সন্ধ্যার বিমানেই অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে
- Published by:Suvam Mukherjee
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Anubrata Mondal: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিল্লিগামী একটি বিমানে অনুব্রতকে নিয়ে রওনা দেবেন ইডি আধিকারিকরা।
কলকাতা: মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্য যাত্রা করবেন অনুব্রত মণ্ডল। এদিন জোকা ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়। তার পরে তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এর পরেই শুরু হয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পালা। জানা গিয়েছে, এখন অনুব্রতকে নিয়ে আসা হয়েছে কলকাতা বিমানবন্দরে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিল্লিগামী একটি বিমানে অনুব্রতকে নিয়ে রওনা দেবেন ইডি আধিকারিকরা। অনুব্রতর সঙ্গে একজন চিকিৎসক এবং ৩ জন ইডি আধিকারিক থাকবেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, জানা গিয়েছে, দিল্লির যে আদালতে মামলা চলছে, সেখানে দোলের জন্য ছুটি রয়েছে। তাই রাত ৮টা নাগাদ ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হতে পারে অনুব্রতকে। সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লিতে থাকা ইডি আধিকারিকরা সেই অনুমতি জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন। রাত ৮ টার সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার সময়ে অনুব্রত মণ্ডল এবং ইডির উভয় পক্ষের আইনজীবীরাও উপস্থিত থাকবেন। তবে দিল্লিতে গিয়েই সরাসরি অনুব্রতকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে না। সেখানে গিয়েই ফের একদফা শারীরিক পরীক্ষা করা হবে অনুব্রতর।
advertisement
প্রসঙ্গত, এদিন ভোরেই অনুব্রতকে সংশোধনাগার থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ অনুব্রতকে শেষ পর্যন্ত সকাল ৬.৪৩ মিনিটে জেল থেকে বার করা হয়। প্রথম নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সুপারের ঘরে যান তিনি, তার পর তাঁকে বার করে নিয়ে যাওয়া হয়। রঙের উৎসবের দিন সবুজ রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে অনুব্রতকে।
advertisement
advertisement
যদিও এই গোটা প্রক্রিয়ার সময় অনুব্রতকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি৷ গোটা সময়টাতেই নিশ্চুপ ছিলেন তিনি৷ এর পর পৌনে সাতটা নাগাদ গাড়ি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। কলকাতার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়৷ এর পর ৮.৪৫ মিনিট নাগাদ শক্তিগড়ের কাছে এসে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের গাড়ি। সেখানে তিনি হাত-মুখ ধুয়ে প্রাতঃরাশ সারেন বলে খবর৷ কচুরি, চাটনি, তরকারি ও সুগার ফ্রি মিষ্টি খান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 3:28 PM IST