Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় কাটল জটিলতা, বল এবার ইডি-র কোর্টে

Last Updated:

সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের ব্য়াখ্যার পরে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, যে কেষ্টকে কবে কখন দিল্লি নিয়ে যাওয়া হবে, তার বল এখন ইডি-রই কোর্টে।

কলকাতা: অবশেষে কাটল অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জটিলতা। এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, কে কী ভাবে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবে। তবে কবে কেষ্ট দিল্লির উদ্দেশে রওনা দেবেন, তার গোটাটাই কিন্তু নির্ভার করছে ইডি-র আধিকারিকদের ইচ্ছের উপরে।
রাজ্য পুলিশ না ইডি। অনুব্রত মণ্ডলকে কে দিল্লি নিয়ে যাবে, সেই নিয়ে টানাপড়েনের জেরে গত রবিবার দিল্লি নিয়ে যাওয়া যায়নি বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। দিনের শেষে তাই আসানসোল জেল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন আজ, অর্থাৎ, সোমবার তাঁরা আসানসোলের বিশেষ সিবিআই আদালতের কাছে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ চাইবেন। সেই মতো এদিন আদালতের দ্বারস্থ হন জেল কর্তৃপক্ষ। আদালত হাইকোর্টেরই রায়ের ব্যাখ্যা করে জানিয়ে দেন সম্পূর্ণ প্রক্রিয়া।
advertisement
আরও পড়ুন: KYC চেয়ে SMS, আর এসএমএসের লিঙ্কে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা গায়েব! সাবধান কিন্তু..
আদালতের ব্যাখ্যা অনুযায়ী, জেল কর্তৃপক্ষ ইডি-র আইও পঙ্কজ কুমারের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবেন যে, তাঁরা কবে, কখন অনুব্রত মণ্ডলকে নিজেদের হাতে নেবেন। সেই দিনক্ষণ স্পষ্ট হলে তাঁরা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় বাহিনী চাইবেন, যাতে অনুব্রত মণ্ডলকে কলকাতার কোনও কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো যায়। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই ইডি-র হাতে হস্তান্তরিত করে দেওয়া হবে অনুব্রতকে। তারপরে ইডি ট্রেনে, বা বিমানে যে ভাবে চাইবেন অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবেন।
advertisement
advertisement
দিল্লি যাওয়া আটকাতে গত শনিবারই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ইডি-কে সবুজ সঙ্কেত দেন বিচারপতি বিবেক চৌধুরী। কিন্তু, এর পাশাপাশি, জানানো হয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কেন্দ্রীয় কোনও হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ইডি-র হাতে তুলে দিতে হবে কেষ্টকে।
advertisement
আরও পড়ুন: অবশেষে বিধানসভায় পা রাখলেন নওশাদ, বললেন, 'মানুষের কথা বলব!'
আদালতের রায়ের পরে শনিবার সন্ধে নাগাদ এ বিষয়ে আসানসোল জেলে চিঠি পাঠায় ইডি। জানতে চাওয়া হয়, কখন তাঁরা অনুব্রতকে নিয়ে রওনা হবেন। সেই মতো জেল কর্তৃপক্ষও দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের কাছে রিক্যুইজিশন পাঠায়। কিন্তু, তার উত্তরে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়র দায়িত্ব তাঁদের নয়। অন্যদিকে, ইডি-র স্পষ্ট জানিয়ে দেয়, গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনকে যে ভাবে রাজ্যপুলিশ দিল্লি পৌঁছে দিয়েছিল, এক্ষেত্রেও ঠিক তেমনই হবে।
advertisement
তবে সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের ব্য়াখ্যার পরে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, যে কেষ্টকে কবে কখন দিল্লি নিয়ে যাওয়া হবে, তার বল এখন ইডি-রই কোর্টে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় কাটল জটিলতা, বল এবার ইডি-র কোর্টে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement