Mumbai | Cyber Crime: KYC চেয়ে SMS, আর এসএমএসের লিঙ্কে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা গায়েব! সাবধান কিন্তু..

Last Updated:

জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের মোট ৪০ জন গ্রাহকের টাকা এই ভাবে খোয়া গিয়েছে।

মুম্বই: মহারাষ্ট্রের মুম্বইয়ে বড় সড় সাইবার ক্রাইম। KYC নেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যাঙ্কের গ্রাহকেরা। অবশেষে, সাধারণ মানুষকে সতর্ক করতে ময়দানে নামতে হল মুম্বই পুলিশকে। জারি করা হল সতর্কতা। জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের অন্তত ৪০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে লক্ষাধিক টাকা। গত তিন দিন ধরে এই ঘটনা ঘটেছে বলে ব্যাঙ্ক সূত্রে খবর। জানা গিয়েছে, এঁরা প্রত্যেকেই নিজেদের ফোনে আসা একটি এসএমএসের জবাবে অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করেছিলেন একটি লিঙ্কে। আর তারপরেই দফায় দফায় অ্যাকাউন্ট থেকে গায়েব হতে থাকে টাকা।
কেওয়াইসি, KYC। অর্থাৎ, 'নো ইয়োর কাস্টমার' (আপনার গ্রাহককে জানুন)। ব্যাঙ্কে প্রায়শই নিশ্চই আপনাকে KYC আপডেট করতে বলে? আপনার নাম, ঠিকানার পাশাপাশি প্যান কার্ড, আধার কার্ডের নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য লিখে একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়। কেওয়াইসি-র তথ্য ব্যাঙ্কে জমা করার কথা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের মনে করিয়েও দেয় বহু ব্যাঙ্ক।
advertisement
আরও পড়ুন: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..
এক্ষেত্রেও, গ্রাহকদের কাছে কেওয়াইসি আপডেট করে দেওয়ার নির্দেশ জানিয়ে একটি মেসেজ এসেছিল। মুম্বই পুলিশ সূত্রে খবর, সেই এসএমএস-এ বলা হয়েছিল, সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে প্যানকার্ড সংক্রান্ত তথ্য জানাতে। এমনকি, তথ্য না দিলে অ্যাকাউন্ট ব্লক করা হবে বলে ভয় দেখানোও হয়েছিল ওই মেসেজে। আর তাতেই এসএমএস জালিয়াতির শিকারে হন গ্রাহকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে কত টাকা আসবে, হিসেবটা বুঝে নিন
জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের মোট ৪০ জন গ্রাহকের টাকা এই ভাবে খোয়া গিয়েছে। এরপরেই রবিবার এ নিয়ে মুম্বইবাসীকে সতর্ক করে পুলিশ। জানায়, ভুয়ো এসএমএস পাঠিয়ে ব্যাঙ্কের গ্রাহকদের লুট করার চক্র হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে। এসএমএসে লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের ভুয়ো ওয়েবসাইটে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ব্যাঙ্কের ইউজার আইডি, পাসওয়ার্ড সমস্ত তথ্যই দিতে বলা হচ্ছে গ্রাহকদের। তাই, এমন এসএমএস পেলেও ব্যাঙ্কের গ্রাহকদের এ ধরনের কোনও লিঙ্কে ক্লিক করতে নিষেধ করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai | Cyber Crime: KYC চেয়ে SMS, আর এসএমএসের লিঙ্কে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা গায়েব! সাবধান কিন্তু..
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement