ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন যে ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ঢেঙ্কনালের বিধায়ক সুধীর কুমার সামালের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "খনি অধিদফতর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এর সমীক্ষায় দেওগড়, কেওনঝড় এবং ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।" কিন্তু, কোথায় কোথায় আছে সেই খনি?(এএফপি ছবি)