কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের উপরে ভিত্তি করে। ফর্মুলাটা হল - {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। তবে রাষ্টায়ত্ত কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব গত তিন মাসের এআইসিপিআই গড়ের ওপর নির্ভর করে।