Naushad Siddiqui: অবশেষে বিধানসভায় পা রাখলেন নওশাদ, বললেন, 'মানুষের কথা বলব!'
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে অশান্ত হয়ে উঠেছিল ধর্মতলা৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আইএসএফ সমর্থকরা৷ ওই ঘটনার পরই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ দলের বহু নেতা, কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷
কলকাতা: গত ৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। কিন্তু তিনি ছিলেন গারদের ওপারে। সেই অধিবেশনে যোগ দিতে চেয়ে আইনজীবী মারফত আদালতে আবেদনও জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু সেই সময় ভাঙযড়ের বিধায়কের সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত। ৪২ দিন জেলে থাকার পরে গত শনিবার জামিনে মুক্তি পেয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) একমাত্র বিধায়ক। মুক্তি পাওয়ার পরেই আজ, সোমবার বিধানসভায় গেলেন নওশাদ।
এদিন নওশাদ অধিবেশনে যোগ দেওয়ায় বিধানসভার সবচেয়ে বড় আকর্ষণ যে তিনিই হবেন তা একবাক্যে মেনে নিয়েছেন তৃণমূল–বিজেপি সবপক্ষই। অন্যদিকে, এদিনই ফুরফুরা শরিফে একটি অনুষ্ঠানও ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানে যোগ না দিয়ে এদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসেন ফুরফরার এই পিরজাদা। অধিবেশন কক্ষে ঢোকার আগে তিনি বলেন, "আমি মানুষের কথা বলব৷ আমি আমার কথা বলব৷ আমার সাথে কী হয়েছে, আমি তাই বলব।"
advertisement
আরও পড়ুন: KYC চেয়ে SMS, আর এসএমএসের লিঙ্কে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা গায়েব! সাবধান কিন্তু..
গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে অশান্ত হয়ে উঠেছিল ধর্মতলা৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আইএসএফ সমর্থকরা৷ ওই ঘটনার পরই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ দলের বহু নেতা, কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ তার পর থেকে টানা পুলিশ এবং জেল হেফাজতে ছিলেন আইএসএফ বিধায়ক৷ আদালতে বার বারই নওশাদের জামিনের বিরোধিতা করেছে রাজ্য সরকার৷ নওশাদ পুলিশকে আক্রমণে প্ররোচনা দিয়েছেন, এমনও অভিযোগ ছিল রাজ্যের৷ যদিও কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন নওশাদ সহ আইএসএফ নেতা কর্মীদের গ্রেফতারি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..
অবশেষে গ্রেফতার হওয়ার চল্লিশ দিনের মাথায় জামিন পান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করে৷ তবে একা নওশাদ নন, গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় অশান্তির ঘটনায় সবমিলিয়ে মোট ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 12:41 PM IST