আরও পড়ুন: বাংলার নতুন লোকায়ুক্ত নিয়োগ, মমতার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু!
হাওড়া-বালি পুরসভা পৃথক করা নিয়ে রাজ্যপাল বিলে স্বাক্ষর করেননি। তার মধ্যে যাবে নতুন বিল। রাজ্যপালের ভূমিকা নিয়ে এ দিন বেশি কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকের পর বলেছেন, প্রত্যেকের নিজেদের গণ্ডি মেনে চলা উচিত। এর বেশি আমার আর কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়েও এ দিন বিশেষ কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: 'সর্ষের মধ্যেই ভূত', BJP নেতৃত্বের কাছে হারের 'গুরুতর' কারণ জানিয়ে গেলেন প্রার্থীরা!
তবে গোটা প্রক্রিয়া নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমার মনে হয় বিরোধী দলনেতার আইন জানা উচিত। রাজ্যপালও সমান্তরাল ইলেকশন করতে পারেন না। এর আগে সূর্যকান্ত মিশ্র অন্য নাম দিয়েছিলেন৷ এবারে কোনও নাম আলাদা করে আসেনি। আমি কখনও দেখিনি বিরোধী দলনেতা এই ভাবে বার বার অনুপস্থিত থেকেছেন। সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান উভয়েই উপস্থিত থেকেছেন। বোধহয় রাজ্যপালের কাছে গেছেন বিরোধী দলনেতা।"