বছর সত্তরের সাইকেল ম্যান উত্তর কলকাতার অমৃতলাল স্ট্রিটের বাসিন্দা প্রদীপ পাইন। যৌবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কাজের সূত্রেই বাইক চালাতে ভালবাসতেন। শেষ বয়সে চালানোর জন্য একটি স্কুটিও কিনেছিলেন। তবে ২০১৮ সালে বাইক চালাতে চালাতেই সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ডাক্তার সম্পূর্ণরূপে বারণ করেছেন বাইক এবং গাড়ি চালাতে। বয়স যখন ৬৫, তখন থেকেই পুরোপুরি বন্ধ গাড়ি চালানো।
advertisement
আরও পড়ুন: ছবির ওই দুই যুবকের মধ্যে মহিলার স্বামী কে? প্রখর বুদ্ধিদীপ্তরাই তাঁকে খুঁজে বার করতে পারবেন
তবে যাঁর ঘুরে বেড়ানোর ইচ্ছা, তাঁকে আটকাবে, এমন সাধ্য কার! তাই মোটর সাইকেল ছেড়ে বাইসাইকেল নিয়েই বেরিয়ে পড়েন ঘুরতে। আর সেই বাই সাইকেলও যেমন তেমন নয়। যাকে ইংরেজি তে বলে ‘ফুল-লি লোডেড উইথ স্মার্ট গেজেট।’
সাইকেল চালাতে চালাতে গরম লাগলে কোনও চিন্তা নেই, একটা সুইচেই চলবে সাইকেলে লাগানো পাখা। সাইকেলে রয়েছে নানা রকম আলো। পিছনে দেখার জন্য লুকিং গ্লাস। শীতের রাতে সাইকেল চালানোর জন্য ফগ লাইট। জল তেষ্টা পেলে জল খাওয়ার জন্য ওয়াটার ফিল্টার তাতে আবার কল লাগানো, একটি টুলবক্স। জোরে চালানোর জন্য মোটর। এবং সাইকেলের মধ্যেই লাগানো রয়েছে তাঁর বাইকের লাইসেন্স। সাইকেলের সামনে লাগানো রয়েছে স্পিকার, যা চালু হয় একটি চাবি দিয়ে। এবং পুরো সাইকেলটি তিনি বানিয়েছেন নিজের হাতে।
প্রতি সন্ধ্যাবেলা প্রদীপবাবু তাঁর সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। আর তাঁকে রাস্তায় দেখলেই পথচলতি মানুষ তাঁর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান। আর উত্তর কলকাতার বছর সত্তরের প্রৌঢ় জেনারেশন ওয়াই-এর কাছে খুবই জনপ্রিয়। প্রদীপ বাবুকে উত্তর কলকাতার মানুষজন এক নামে চেনে ‘দ্য সাইকেল ম্যান’ বলে।
রাহী হালদার