TRENDING:

The Cycle Man: পুজোর আগে সাইকেলেই বাজছে মহালয়া, কুমারটুলিতে সাইকেল ম্যানের বাহন দেখে চমকে উঠছেন পথচলতি মানুষ

Last Updated:

The Cycle Man: উত্তর কলকাতার বছর সত্তরের প্রৌঢ় জেনারেশন ওয়াই-এর কাছে খুবই জনপ্রিয়। প্রদীপ বাবুকে উত্তর কলকাতার মানুষজন এক নামে চেনে 'দ্য সাইকেল ম্যান' বলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারটুলি: উত্তর কলকাতায় সাইকেল ম্যানের আবির্ভাব। সন্ধ্যা হলেই সাইকেল ম্যান যেখান দিয়ে যাবেন তিনি সকলকে মনে করিয়ে দেবেন পুজো এসে গিয়েছে। আর সাইকেল ম্যান যদি কুমারটুলি দিয়ে সাইকেল চালিয়ে যান, তাহলে তার সাইকেলে লাগানো স্পিকারে বাজতে থাকা মহালয়া, সঙ্গে কুমারটুলির গন্ধ পুজোর আগমনের আনন্দ জাগিয়ে তোলে মনে।
advertisement

বছর সত্তরের সাইকেল ম্যান উত্তর কলকাতার অমৃতলাল স্ট্রিটের বাসিন্দা প্রদীপ পাইন। যৌবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কাজের সূত্রেই বাইক চালাতে ভালবাসতেন। শেষ বয়সে চালানোর জন্য একটি স্কুটিও কিনেছিলেন। তবে ২০১৮ সালে বাইক চালাতে চালাতেই সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে ডাক্তার সম্পূর্ণরূপে বারণ করেছেন বাইক এবং গাড়ি চালাতে। বয়স যখন ৬৫, তখন থেকেই পুরোপুরি বন্ধ গাড়ি চালানো।

advertisement

আরও পড়ুন: ছবির ওই দুই যুবকের মধ্যে মহিলার স্বামী কে? প্রখর বুদ্ধিদীপ্তরাই তাঁকে খুঁজে বার করতে পারবেন

তবে যাঁর ঘুরে বেড়ানোর ইচ্ছা, তাঁকে আটকাবে, এমন সাধ্য কার! তাই মোটর সাইকেল ছেড়ে বাইসাইকেল নিয়েই বেরিয়ে পড়েন ঘুরতে। আর সেই বাই সাইকেলও যেমন তেমন নয়। যাকে ইংরেজি তে বলে ‘ফুল-লি লোডেড উইথ স্মার্ট গেজেট।’

advertisement

View More

সাইকেল চালাতে চালাতে গরম লাগলে কোনও চিন্তা নেই, একটা সুইচেই চলবে সাইকেলে লাগানো পাখা। সাইকেলে রয়েছে নানা রকম আলো। পিছনে দেখার জন্য লুকিং গ্লাস। শীতের রাতে সাইকেল চালানোর জন্য ফগ লাইট। জল তেষ্টা পেলে জল খাওয়ার জন্য ওয়াটার ফিল্টার তাতে আবার কল লাগানো, একটি টুলবক্স। জোরে চালানোর জন্য মোটর। এবং সাইকেলের মধ্যেই লাগানো রয়েছে তাঁর বাইকের লাইসেন্স। সাইকেলের সামনে লাগানো রয়েছে স্পিকার, যা চালু হয় একটি চাবি দিয়ে। এবং পুরো সাইকেলটি তিনি বানিয়েছেন নিজের হাতে।

advertisement

প্রতি সন্ধ্যাবেলা প্রদীপবাবু তাঁর সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। আর তাঁকে রাস্তায় দেখলেই পথচলতি মানুষ তাঁর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান। আর উত্তর কলকাতার বছর সত্তরের প্রৌঢ় জেনারেশন ওয়াই-এর কাছে খুবই জনপ্রিয়। প্রদীপ বাবুকে উত্তর কলকাতার মানুষজন এক নামে চেনে ‘দ্য সাইকেল ম্যান’ বলে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/কলকাতা/
The Cycle Man: পুজোর আগে সাইকেলেই বাজছে মহালয়া, কুমারটুলিতে সাইকেল ম্যানের বাহন দেখে চমকে উঠছেন পথচলতি মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল