TRENDING:

'SIR নিয়ে 'তাড়াহুড়ো' চলছে...!' অমর্ত্য সেনের মন্তব্যে চরম প্রতিক্রিয়া শুভেন্দুর! নোবেল জয়ী অর্থনীতিবিদকে বিস্ফোরক আক্রমণে বিজেপি

Last Updated:

Suvendu On Amartya Sen: ‘অযথা তাড়াহুড়ো’ করা হচ্ছে। এসআইয়ের তাতে সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়াই সমস্যায় পড়তে পারে। এমনই মতপ্রকাশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সেই বক্তব্য ঘিরে আক্রমণে নেমেছে বিজেপি। চরম কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘অযথা তাড়াহুড়ো’ করা হচ্ছে। এসআইয়ের তাতে সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়াই সমস্যায় পড়তে পারে। এমনই মতপ্রকাশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সেই বক্তব্য ঘিরে আক্রমণে নেমেছে বিজেপি। চরম কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী৷ ফাইল ছবি
শুভেন্দু অধিকারী৷ ফাইল ছবি
advertisement

দিন কয়েক আগেই রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় নোটিস পেয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেন। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। যদিও বিদেশে থাকায় সশরীরে শুনানিতে হাজির থাকতে পারেননি ৯২ বছর বয়সি প্রবীণ অধ্যাপক।

আরও পড়ুন: বয়স অনুসারে ‘স্বাভাবিক’ ওজন কত হওয়া উচিত…? Height আর Age অনুসারে Weight কত হলে আপনি ‘ফিট’? দেখে নিন চার্ট

advertisement

বোলপুরে তাঁর আত্মীয় শুনানিতে অর্মত্য সেনের হয়ে উপস্থিত ছিলেন। দিন কয়েক আগে বস্টন থেকে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এসআইআর নিয়ে নিজের মতামত প্রকাশ করেন অমর্ত্য সেন।

পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে ‘অযথা তাড়াহুড়ো’ করা হচ্ছে। তাতে সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়াই সমস্যায় পড়তে পারে। এমনই মতপ্রকাশ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। সেই বক্তব্য ঘিরে আক্রমণে নেমেছে বিজেপি। এই প্রসঙ্গে প্রবীণ অর্থনীতিবিদ অর্মত্য সেনকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, “সতর্ক হয়ে যত্ন সহকারে সময় নিয়ে ভোটার তালিকার সংশোধন হওয়াই ভাল গণতান্ত্রিক প্রক্রিয়া হয়ে উঠতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে না।” তিনি বলেন, “খুব তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। মানুষকে নিজেকে ভোটার প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। এমনটা হলে তা ভোটারদের প্রতি অন্যায় হবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতিও।”

advertisement

আরও পড়ুন: বাড়িতে মাসে ‘কত’ লিটার তেল ব্যবহার করা উচিত…? হিসাব ভুল হলেই বাড়বে ঝুঁকি, ‘মাপ’ বলে দিলেন বিশেষজ্ঞ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুড়ে ছাই আনন্দপুরের ২ গোডাউন, বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের প্রায় ১৩ জন
আরও দেখুন

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা তোপ, “পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমন কোনও উদাহরণ নেই। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলার মানুষের প্রতি যার কোনও কনট্রিবিউশন নেই, তাঁদের এসব কথা উত্তর দেওয়া হবে না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'SIR নিয়ে 'তাড়াহুড়ো' চলছে...!' অমর্ত্য সেনের মন্তব্যে চরম প্রতিক্রিয়া শুভেন্দুর! নোবেল জয়ী অর্থনীতিবিদকে বিস্ফোরক আক্রমণে বিজেপি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল