আগামী ৫ নভেম্বর তিনি উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দেবেন বলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই শুভেন্দু ও অন্যান্য প্রথম সারির পদ্ম নেতাদের উত্তরবঙ্গে বেশ কিছু কর্মসূচি হাতে নিতে চলেছে গেরুয়া শিবির।
advertisement
সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সুর চড়িয়ে শুভেন্দু এও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 'মমতা পুলিশ' প্রতিবাদীদের প্রতিবাদের কন্ঠ রোধ করতে চাইছে। রাজ্যের অবস্থা জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। সরকার ক্ষমতাচ্যুত হতে আর বেশি দেরি নেই।’’
আরও পড়ুন- যখন ব্রিসবেনে খেলছেন বিরাট, ইডেনে 'ভারত-পাকিস্তান' ম্যাচ খেললেন অনুষ্কা
পুলিশের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক শুভেন্দুর হুঁশিয়ারি, ‘‘আমি এবং আমাদের দলের নেতাদের কথা তো ছেড়েই দিন। যারাই সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচারণ করছে, তাদের বিরুদ্ধেই পুলিশকে ব্যবহার করে প্রতিশোধের রাজনীতি করা হচ্ছে। আমরা কোন পুলিশ কী করছে সব নজরে রাখছি।’’ আগামী দিনে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সে কথাও স্পষ্ট করেন শুভেন্দু। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, ‘‘সাদা পোশাকে, পায়ে চটি পড়ে, পরিচয়পত্র ছাড়া যেভাবে মমতার পুলিশ কাজ করছে তাতে পুলিশকে তৃণমূলের ক্যাডার না গুন্ডা বোঝা দায়।’’