এই প্রশ্ন তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের পর্যবেক্ষণে তদন্ত করছে। তাই তারা কাকে ডাকবে না ডাকবেস তা একান্তই তাদের ব্যাপার। আমাদের এ ব্যাপারে বলার কিছু নেই। তবে তলবের পরেও যদি উনি সাড়া না দেন তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ইডিই বলতে পারবে। এ ব্যাপারে আমাদের কোনও হস্তক্ষেপ নেই।’’ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবারই যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে, তাই ‘কিছু তো আছেই’ বলে এদিন দাবি করেন শুভেন্দু।
advertisement
আরও পড়ুন– দিল্লির কনট প্লেসের মালিক কে? জেনে নিন এই বিষয়ে আরও নানা মজার তথ্য
হামেশাই শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রাখেন। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক। রবিবার অভিষেককে ইডির তলবের পর ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে শাসক দল। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই কেন তলব? প্রশ্ন শাসক শিবিরের। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়ে শুভেন্দুর কথায়, ‘‘বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করে না। কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইন আইনের পথেই চলবে। তদন্তে আমরা কোনও হস্তক্ষেপ করি না।’’
আরও পড়ুন– কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
শুভেন্দু অধিকারী এও দাবি করেন, ‘‘সরকারের কাছে, পুলিশের কাছে, কিংবা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের কাছে তিনি বিরাট কেউকেটা একজন মনে করা হলেও আইনের চোখে তিনি সন্দেহভাজন একজন অভিযুক্ত। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখন তাঁকে ডাকবে সেটা ওনাকে জিজ্ঞেস করে ডাকবে না।’’