সেই দাবি নিয়েই মঙ্গলবার করুণাময়ী মেট্রো স্টেশনে এসে হাজির হন বেশ কিছু ছাত্রছাত্রী। তাঁদের অভিযানের খবর আগে থেকে পুলিশের কাছে থাকলেও, পুলিশের তরফে ডিসি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, এই অভিযানের কোনও অনুমতি ছিল না পরীক্ষার্থীদের কাছে। সকাল ১০টা থেকেই বিধাননগর পুলিশ, মহিলা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন ছিল করুণাময়ী মোড়ে। বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসসি চাকরী প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের।
advertisement
আরও পড়ুন: শুভেন্দুকে কোণঠাসা করতে কুণালে ভরসা, অধিকারী গড়ে বড় দায়িত্ব দিল তৃণমূল
এরপর চাকরী প্রার্থীদের গাড়িতে তোলা হয়। চাকরী প্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি চাকরী প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন। জমা করতে চেয়েছিলেন ডেপুটেশন। কিন্তু তাঁদের অভিযান শুরুর অনেক আগেই তাঁদের বল প্রয়োগ করে আটক করা হয়।
আরও পড়ুন: হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা কবে? জেনে নিন
পরীক্ষা প্রার্থীদের আরও অভিযোগ, তাঁদের বয়স বাড়ছে। অন্যদিকে চাকরির কোনও নোটিশ সরকারের তরফে দেওয়া হচ্ছে না। ফলত তাঁরা পিছিয়ে পড়ছেন। চাকরির সুযোগ কমেই যাচ্ছে দিনের পর দিন। তাই অবিলম্বে এসএসসি নোটিফিকেশনের দাবিতেই তাঁদের এই বিকাশ ভবন অভিযান। চাকরী প্রার্থীদের আটক হওয়া জনা ২৫কে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে।