Suvendu Adhikari vs Kunal Ghosh: শুভেন্দুকে কোণঠাসা করতে কুণালে ভরসা, অধিকারী গড়ে বড় দায়িত্ব দিল তৃণমূল

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি হলদিয়াতেও পুরভোট আসন্ন৷ ইতিমধ্যেই হলদিয়া পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে৷

শুভেন্দু গড়ে বড় দায়িত্বে কুণাল৷
শুভেন্দু গড়ে বড় দায়িত্বে কুণাল৷
#কলকাতা: লক্ষ্য নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করা৷ আর সেই লক্ষ্যে এবার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচন এবং হলদিয়া পুরসভার নির্বাচনকে সামনে রেখে আজ থেকেই পূর্ব মেদিনীপুরের দু'টি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে সমন্বয় রেখে চলার দায়িত্ব দেওয়া হল কুণালকে৷ আজ থেকেই তাঁকে কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই দলে উত্তোরত্তর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কুণালের৷ বর্তমানে তিনি দলের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি মুখপাত্রও বটে৷ কিন্তু এবার সরাসরি কুণালকে সাংগঠনিক ভাবে কাজে লাগাতে চাইছে শাসক দল৷ আর শুরুতেই বিরোধী দলনেতার গড়ে তাঁকে বড় দায়িত্ব দিয়ে মাঠে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস৷
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দু'টি সাংগঠনিক জেলা রয়েছে৷ সেগুলি হল কাঁথি এবং তমলুক৷ ওই দুই সাংগঠনিক জেলার সভাপতিদের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন এবং হলদিয়া পুরভোটে বিশেষ দায়িত্ব সামলাবেন কুণাল৷ দুই সাংগঠনিক জেলা এবং ব্লক কমিটির নেতাদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন তিনি৷
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাতছাড়া হয়েছে তৃণমূলের৷ তার পর থেকেই নন্দীগ্রাম পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল৷ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন তার প্রথম পদক্ষেপ৷ শুধু নন্দীগ্রাম নয়, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লক্ষ্য গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই ভাল ফল করে শুভেন্দু অধিকারীকে যথাসম্ভব কোণঠাসা করা৷ কারণ বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও নিজের জেলায় তৃণমূলকে বিপাকে ফেলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বিরোধী দলনেতা৷ তাই নিজের জেলাতেই শুভেন্দুকে কোণঠাসা করতে পারলে লোকসভা নির্বাচনের আগে তা বিজেপি-র কাছেও বড় ধাক্কা হবে বলে মনে করছেন শাসক দলের নেতারা৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি হলদিয়াতেও পুরভোট আসন্ন৷ ইতিমধ্যেই হলদিয়া পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে৷ শিল্প শহর হলদিয়াতেও শুভেন্দু অধিকারীর প্রভাব নিয়ে কোনও সংশয় নেই৷
তৃণমূল নেতৃত্ব মনে করছে, পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত বা হলদিয়া পুরভোটে প্রার্থী পদ পাওয়ার মতো বিষয়গুলিকে নিয়ে দলের মধ্যে অন্তর্কলহ বা দ্বন্দ্ব সামনে আসলে তার সুযোগ সহজেই নেবেন শুভেন্দু অধিকারীর মতো নেতা৷ কারণ এই জেলা তাঁর হাতের তালুর মতো যেমন চেনা, একই সঙ্গে জেলার ছোট বড় তৃণমূল নেতারাও শুভেন্দুর পরিচিত৷
advertisement
এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই কুণালকে দায়িত্ব দেওয়া৷ পাশাপাশি পঞ্চায়েত এবং হলদিয়া পুরভোটে পূর্ব মেদিনীপুর জেলায় দলের শীর্ষ নেতৃত্বের চোখ হয়ে উঠতে চলেছেন কুণাল৷ নন্দীগ্রাম হাতছাড়া হয়েছে তৃণমূলের৷ তার পর থেকেই নন্দীগ্রাম পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল৷ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন তার প্রথম পদক্ষেপ৷ শুধু নন্দীগ্রাম নয়, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লক্ষ্য গোটা পূর্ব মেদিনীপুর জেলাতেই ভাল ফল করে শুভেন্দু অধিকারীকে যথাসম্ভব কোণঠাসা করা৷ কারণ বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও নিজের জেলায় তৃণমূলকে বিপাকে ফেলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বিরোধী দলনেতা৷ তাই নিজের জেলাতেই শুভেন্দুকে কোণঠাসা করতে পারলে লোকসভা নির্বাচনের আগে তা বিজেপি-র কাছেও বড় ধাক্কা হবে বলে মনে করছেন শাসক দলের নেতারা৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি হলদিয়াতেও পুরভোট আসন্ন৷ ইতিমধ্যেই হলদিয়া পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে৷ শিল্প শহর হলদিয়াতেও শুভেন্দু অধিকারীর প্রভাব নিয়ে কোনও সংশয় নেই৷
তৃণমূল নেতৃত্ব মনে করছে, পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত বা হলদিয়া পুরভোটে প্রার্থী পদ পাওয়ার মতো বিষয়গুলিকে নিয়ে দলের মধ্যে অন্তর্কলহ বা দ্বন্দ্ব সামনে আসলে তার সুযোগ সহজেই নেবেন শুভেন্দু অধিকারীর মতো নেতা৷ কারণ এই জেলা তাঁর হাতের তালুর মতো যেমন চেনা, একই সঙ্গে জেলার ছোট বড় তৃণমূল নেতারাও শুভেন্দুর পরিচিত৷ এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই কুণালকে দায়িত্ব দেওয়া৷ পাশাপাশি পঞ্চায়েত এবং হলদিয়া পুরভোটে পূর্ব মেদিনীপুর জেলায় দলের শীর্ষ নেতৃত্বের চোখ হয়ে উঠতে চলেছেন কুণাল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari vs Kunal Ghosh: শুভেন্দুকে কোণঠাসা করতে কুণালে ভরসা, অধিকারী গড়ে বড় দায়িত্ব দিল তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement