রেশন বণ্টন দুর্নীতির তদন্তেই এ দিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি৷ ভোরবেলা ইডি-র তদন্তকারীরা হানা দেয় বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে৷ ইডি সূত্রের খবর, গভীর রাত পর্যন্ত এই তল্লাশি চলতে পারে৷ তবে কেন তল্লাশি চলাকালীন হঠাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি চত্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷
advertisement
আরও পড়ুন: তিন বছরে সাত জন, উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপি বিধায়ক
শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নন, এই নিয়ে গত ২২ দিনে রাজ্যের তিন জন মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি৷ যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে খাদ্য দফতরের দায়িত্বে ছিলেন, তাই রেশন বণ্টন দুর্নীতির তদন্তে বর্তমান বনমন্ত্রীর বাড়িতে এই ইডি হানা৷ শুধু বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে নয়, আহমার্স্ট স্ট্রিটে তাঁঁর পৈর্তৃক বাড়িতেও এ দিন ইডি-র একটি দল হানা দেয়৷ বনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর আয়, ব্যয় সংক্রান্ত হিসেব, সম্পত্তি সংক্রান্ত নথি সংগ্রহ করেন ইডি আধিকারিকরা৷
এর পাশাপাশি মন্ত্রীর আপ্ত সহায়কের নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দেয় ইডি৷ তল্লাশি চলে হাওড়া, বেলেঘাটা সহ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়ি এবং ফ্ল্যাটেও৷
এ দিন বনমন্ত্রীর বাড়িতে ইডি হানার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ভোরবেলা লোকে বালুর বাড়িতে বিজয়া দশমী সারতে গিয়ে দেখছে ইডি তল্লাশি চলছে৷ আমার প্রশ্ন, একজন বিজেপি নেতার বাড়িতে তল্লাশি হয়েছে?