তিন বছরে সাত জন, উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপি বিধায়ক

Last Updated:

বিধায়করা দল ছা়ড়লেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ দাবি করে সরব হয় বিজেপি৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার৷
কলকাতা: ফের রাজ্য বিজেপি-তে ভাঙন৷ শাসক দলে যোগ দিলেন বিজেপি-র আরও এক বিধায়ক৷ এবার তৃণমূলে নাম েলখালেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিধায়ক।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক বিধায়ক৷ যার মধ্যে অন্যতম মুকুল রায়৷ যদিও বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এ ছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷
advertisement
advertisement
কয়েক দিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও তৃণমূলে যোগ দেন৷ এবার সেই তালিকায় নাম লেখালেন কোতুলপুরের বিধায়কও৷ তিনি বলেন, ‘রাজ্যে মা মাটি মানুষের সরকার যে উন্নয়নের কাজ করছে, তা স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে৷ একশো দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা বন্ধ৷ বিজেপি-তে নীতি, আদর্শ কিছু নেই৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নে সামিল হলাম৷’
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি-র বিধায়ক সংখ্যা ছিল ৭৭৷ ভোটের ফল প্রকাশের পরই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। ফলে পদ্ম শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ৭৫৷ এর পর একে একে আরও বেশ কয়েক জন িবধায়ক শাসক দলে নাম লেখানোয় বিধানসভায় আরও শক্তি কমে বিজেপি-র৷ খাতায় কলমে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৫ থাকলেও আসলে তা কমে হয় ৬৯৷ এবার হরকালি প্রতিহারও তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি-র বিধায়ক সংখ্যা কমে দাঁঁড়াল ৬৮-তে৷
advertisement
বিধায়করা দল ছা়ড়লেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ দাবি করে সরব হয় বিজেপি৷ কিন্তু এখনও দল বদল করা কোনও বিধায়কই পদ থেকে ইস্তফা দেননি৷ ফলে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি-র উপরে চাপ বেড়েই চলেছে৷
সহ প্রতিবেদন: দেবব্রত মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন বছরে সাত জন, উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপি বিধায়ক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement