TRENDING:

Special Train: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা

Last Updated:

Special Train: কলকাতা থেকে সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। কোন কোন ট্রেন অবশ্যই জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। রেলের পক্ষ থেকে দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেন দুটি হল গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল এবং আগরতলা-কলকাতা স্পেশ্যাল।
বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা (ফাইল ছবি)
বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা (ফাইল ছবি)
advertisement

গরমের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হওয়ায় রেলের পক্ষ থেকে এই দুটি স্পেশ্যাল ট্রেন চালানো শুরু করা হয়েছে। মে মাস পর্যন্ত ট্রেন দুটির সময়সীমা থাকলেও যাত্রীদের ভিড় ও চাহিদা থাকায় দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হল রেলের পক্ষ থেকে। (০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি – কলকাতা – গুয়াহাটি স্পেশ্যাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা – কলকাতা – আগরতলা স্পেশ্যাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷

advertisement

আরও পড়ুন: হুড়হুড় করে চর্বি ঝরে ওজন কমবে, এই পাতার গুণ ম্যাজিকের মতো! জানুন

View More

আরও পড়ুন: মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করার নিয়ম জানা আছে? জানুন সবচেয়ে সহজ প্রক্রিয়া

০২৫১৮ গুয়াহাটি – কলকাতা স্পেশ্যাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা – গুয়াহাটি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার কলকাতা ছেড়ে যাবে। ০২৫০২ আগরতলা – কলকাতা স্পেশ্যাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে। কলকাতা – আগরতলা স্পেশ্যালটি ২১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি রবিবার কলকাতা থেকে ছেড়ে যাবে৷ সময়সীমা বৃদ্ধির পর রেলের পক্ষ থেকে ট্রেন দুটির বুকিং বর্ধিত করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Special Train: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল