গত অধিবেশনে ৭ সেপ্টেম্বর মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মন্ত্রী-বিধায়কদের যে মাইনে বেড়েছে, তা বিল আকারে নিয়ে আসা হবে এই বিশেষ এক দিনের অধিবেশনে। বেতন বাড়ার বিষয়টিকে আইনসিদ্ধ করতেই এই অধিবেশন ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া
advertisement
ঠিক কত টাকা বেড়েছে? মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক– এই তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে এই দফায়। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।
আরও পড়ুন: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো দেখবেন? লাইফলাইন ধরে করে নিন পুজোর প্ল্যান
পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ ছিল ১,১০,০০০ টাকা, তা বেড়ে হয়েছে ১,৫০,০০০ টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ
ছিল ১,০৯,৯০০ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৯,৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন ভাতা-সহ ছিল ৮১,০০০ টাকা, যা বেড়ে হয়েছে ১,২১,০০০ টাকা।