Durga Puja 2023: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো? উত্তর থেকে দক্ষিণ, করে নিন ঠাকুর দেখার প্ল্যান

Last Updated:
পুজোয় মেট্রোতেও বীভৎস ভিড় থাকে৷ সে কথাও অস্বীকার করা যায় না৷ তবে অন্তত যানজট বা রুট বদলের সমস্যা অন্তত থাকে না৷ তাই মেট্রো রুট ধরে কোন কোন ঠাকুর দেখা যাবে, সেটার প্ল্যান আগে ভাগে সেরে নিন৷ এখানেও থাকছে, এমন কিছু পুজোর হদিস৷
1/15
মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতার বহু নামী পুজোর৷ আর এখন তো আর ঠাকুর দেখতে যাওয়ার জন্য কেউ পঞ্চমী-ষষ্ঠীর জন্য অপেক্ষা করেন না৷ মহালয়া থেকেই প্যান্ডেলমুখী হতে শুরু করেন মানুষ৷
মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতার বহু নামী পুজোর৷ আর এখন তো আর ঠাকুর দেখতে যাওয়ার জন্য কেউ পঞ্চমী-ষষ্ঠীর জন্য অপেক্ষা করেন না৷ মহালয়া থেকেই প্যান্ডেলমুখী হতে শুরু করেন মানুষ৷
advertisement
2/15
আর পুজোর সময় বাস থেকে ট্রেন কী বিপুল ভিড় হয় সে তো সকলেরই জানা৷ ট্যাক্সি, ওলা-উবারের ভাড়া যে কোথায় পৌঁছে যায় তা-ও আবার বলার নয়৷ তার উপরে গাড়ি নিয়ে বেরবেন, সেখানে পার্কিংয়ের সমস্যা৷ এর উপরে যানজট তো থাকবেই৷ কোথা থেকে কোন রাস্তা ওয়ান ওয়ে হয়ে যে কোথায় ঘুরেছে, সেই ম্যাচ বুঝতে বুঝতেই বেলা কেটে যাবে৷ এমন ক্ষেত্রে মেট্রোই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল আসান৷
আর পুজোর সময় বাস থেকে ট্রেন কী বিপুল ভিড় হয় সে তো সকলেরই জানা৷ ট্যাক্সি, ওলা-উবারের ভাড়া যে কোথায় পৌঁছে যায় তা-ও আবার বলার নয়৷ তার উপরে গাড়ি নিয়ে বেরবেন, সেখানে পার্কিংয়ের সমস্যা৷ এর উপরে যানজট তো থাকবেই৷ কোথা থেকে কোন রাস্তা ওয়ান ওয়ে হয়ে যে কোথায় ঘুরেছে, সেই ম্যাচ বুঝতে বুঝতেই বেলা কেটে যাবে৷ এমন ক্ষেত্রে মেট্রোই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল আসান৷
advertisement
3/15
পুজোয় মেট্রোতেও বীভৎস ভিড় থাকে৷ সে কথাও অস্বীকার করা যায় না৷ তবে অন্তত যানজট বা রুট বদলের সমস্যা অন্তত থাকে না৷ তাই মেট্রো রুট ধরে কোন কোন ঠাকুর দেখা যাবে, সেটার প্ল্যান আগে ভাগে সেরে নিন৷ এখানেও থাকছে, এমন কিছু পুজোর হদিস৷
পুজোয় মেট্রোতেও বীভৎস ভিড় থাকে৷ সে কথাও অস্বীকার করা যায় না৷ তবে অন্তত যানজট বা রুট বদলের সমস্যা অন্তত থাকে না৷ তাই মেট্রো রুট ধরে কোন কোন ঠাকুর দেখা যাবে, সেটার প্ল্যান আগে ভাগে সেরে নিন৷ এখানেও থাকছে, এমন কিছু পুজোর হদিস৷
advertisement
4/15
নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ। দম দম মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারবেন সিঁথি সর্বজনীন এবং ১৪-র পল্লির ঠাকুর৷
নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ। দম দম মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারবেন সিঁথি সর্বজনীন এবং ১৪-র পল্লির ঠাকুর৷
advertisement
5/15
দমদম অঞ্চলের একাধিক নামী পুজো আপনি দেখে নিতে পারবেন বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে৷ বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর পুজো সবই দেখতে পারবেন বেলগাছিয়া স্টেশনে নেমে।
দমদম অঞ্চলের একাধিক নামী পুজো আপনি দেখে নিতে পারবেন বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে৷ বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর পুজো সবই দেখতে পারবেন বেলগাছিয়া স্টেশনে নেমে।
advertisement
6/15
শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে আশপাশের পুজোগুলো দেখতে দেখতে সোজা চলে যান বাগবাজার সর্বজনীন৷ সেটা দেখা সেরে কুমোরটুলি পার্ক৷ ওই পথেই জিজ্ঞেস করতে করতে চলে আসতে পারেন শোভাবাজার৷ আবার শোভাবাজার মেট্রো স্টেশনেও নামতে পারেন৷
শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে আশপাশের পুজোগুলো দেখতে দেখতে সোজা চলে যান বাগবাজার সর্বজনীন৷ সেটা দেখা সেরে কুমোরটুলি পার্ক৷ ওই পথেই জিজ্ঞেস করতে করতে চলে আসতে পারেন শোভাবাজার৷ আবার শোভাবাজার মেট্রো স্টেশনেও নামতে পারেন৷
advertisement
7/15
উত্তর কলকাতার নামী পুজো দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হল শোভাবাজার মেট্রো৷ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখে ঘুরে আসুন আহিরিটোলা, বেনিয়াটোলা, পুজোর দিকটায়৷ তারপরে, একটা অটো ধরে ফের চলে আসুন মেট্রো স্টেশনের কাছে৷ তারপরে একে একে শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷
উত্তর কলকাতার নামী পুজো দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হল শোভাবাজার মেট্রো৷ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখে ঘুরে আসুন আহিরিটোলা, বেনিয়াটোলা, পুজোর দিকটায়৷ তারপরে, একটা অটো ধরে ফের চলে আসুন মেট্রো স্টেশনের কাছে৷ তারপরে একে একে শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷
advertisement
8/15
গিরিশ পার্ক স্টেশনে সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো। মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন - মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।
গিরিশ পার্ক স্টেশনে সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো। মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন - মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।
advertisement
9/15
সেন্ট্রাল মেট্রো স্টেশনে সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো। তারপরে চাঁদনি চক মেট্রো স্টেশনে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
সেন্ট্রাল মেট্রো স্টেশনে সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো। তারপরে চাঁদনি চক মেট্রো স্টেশনে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
advertisement
10/15
নেতাজি ভবন মেট্রো স্টেশন - পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।
নেতাজি ভবন মেট্রো স্টেশন - পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।
advertisement
11/15
যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে যেতে পারেন ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।
যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে যেতে পারেন ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।
advertisement
12/15
কালীঘাট মেট্রো স্টেশনে বাইরে এলেই একে একে ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।
কালীঘাট মেট্রো স্টেশনে বাইরে এলেই একে একে ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।
advertisement
13/15
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারবেন সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি। মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) ও নেতাজি মেট্রো স্টেশন (কুদঘাট) থেকে দেখে নিতে পারবেন ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারবেন সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি। মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) ও নেতাজি মেট্রো স্টেশন (কুদঘাট) থেকে দেখে নিতে পারবেন ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।
advertisement
14/15
মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমে রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন, তারপরে, গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে দেখবেন নাকতলা উদয়ন সঙ্ঘ।
মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমে রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন, তারপরে, গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে দেখবেন নাকতলা উদয়ন সঙ্ঘ।
advertisement
15/15
কবি নজরুল মেট্রো স্টেশন অর্থাৎ, গড়িয়া বাজার স্টেশনে থেকে নেমে নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন এবং শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দেখতে পারবেন পাটুলি ক্লাব। কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে দেখতে পারবেন সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।
কবি নজরুল মেট্রো স্টেশন অর্থাৎ, গড়িয়া বাজার স্টেশনে থেকে নেমে নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন এবং শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দেখতে পারবেন পাটুলি ক্লাব। কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে দেখতে পারবেন সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।
advertisement
advertisement
advertisement