কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ। এই আবহেই শিশির অধিকারীর পা ছুঁয়ে রোষে পড়লেন কাঁথির তৃণমূল নেতা। কাঁথির সাংসদ শিশির অধিকারীর দিকে বারবার আঙুল তুলেছে তৃণমূল। অতি সম্প্রতি, সম্পত্তিতে অসঙ্গতির অভিযোগ নিয়ে এক্স হ্য়ান্ডলে এক চিঠির ছবি পোস্ট করে কুণাল ঘোষ তীক্ষ্ণ আক্রমণ করেন কুণাল ঘোষ। এই আবহেই শিশির অধিকারীর পা ছুঁয়ে গুরুদেব বলায় রোষে পড়লেন কাঁথির তৃণমূল নেতা।
advertisement
আরও পড়ুন: সাগরে ডুবে রয়েছে বাংলাদেশি জাহাজ, গঙ্গাসাগরের আগে বড় নির্দেশ মমতার!
পায়ে হাত দিয়ে প্রণাম করাকে সৌজন্য বলছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাকে গুরুদেব বলায় দলের কর্মীদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কাঁথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে প্রকাশ্যে শিশির অধিকারীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করলেন তৃণমূল নেতা। তারপর তাঁকে গুরুদেব বলে সম্বোধনও করে বসলেন। ঘটনাটা ঘটেছিল এইরকম। শুক্রবার কাঁথির এক বেসরকারি সকুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে অনুপমকে আরও গুরুত্বহীন করে দিল বিজেপি, বড় সিদ্ধান্ত নাড্ডার
মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। পরে বক্তব্য রাখার সময় ‘পূজ্যপদ গুরুদেব’ বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে। তিনি বলেন, ‘মা জন্ম দিয়েছেন। পথ চলা, আজ যে এই জায়গায় পৌঁছেছি,পূজ্যপদ গুরুদেব এখানে আছেন। তাঁকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে।’ এরপরেই তার এহেন আচরণের জন্য তাকে শো-কজ করেছিল দল। সূত্রের খবর, এর পরেই তাকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে।