TRENDING:

অতিরিক্ত সাত দিন সময়ে কী কী করতে হবে? SIR নিয়ে জেলাশাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

Last Updated:

SIR In West Bengal: ২ ডিসেম্বরের পর থেকে প্রতিদিনের ফর্ম প্রতিদিন আপলোড করে দিতে হবে। ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নিলে বিএলও অ্যাপে সেগুলি ‘আনকালেকটেবেল’ হিসেবে দেখানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ২ ডিসেম্বরের পর থেকে যে এসআইআর ফর্মগুলি আসবে সেগুলি সেদিনই আপলোড করতে হবে। আরও ৭ দিন অতিরিক্ত সময় দিয়েছে কমিশন এনামুরেশন ফর্ম আপলোড ও ডিজিটাইজ করার জন্য ৷ সেক্ষেত্রে ২ ডিসেম্বরের পর থেকে প্রতিদিনের ফর্ম প্রতিদিন আপলোড করে দিতে হবে। ১১ ডিসেম্বরের পরে কোনও বাড়ি থেকে ফর্ম জমা নিলে বিএলও অ্যাপে সেগুলি ‘আনকালেকটেবেল’ হিসেবে দেখানো হবে।
News18
News18
advertisement

আরও পড়ুন– মাতৃবিয়োগের ব্যথায় জর্জরিত, যে কোনও বাঙালির চোখে জল আনবে রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম-এর গান ‘আমি চলে যাব’

২ ডিসেম্বরের আগে যে সমস্ত এসআইআর ফর্ম বুথ লেভেল অফিসারদের কাছে পড়ে থাকবে সেগুলি ২ ডিসেম্বরের মধ্যেই আপলোড করে দিতে হবে। জেলায় জেলায় এমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বলে কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন– ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
বনগাঁর ব্যবসায়ীর তাক লাগানো বিজনেস আইডিয়া! চাকরি ছেড়ে বিক্রি করছেন 'সুবুদ্ধি'
আরও দেখুন

এদিকে ভুয়ো ভোটার ধরতে AI ব্যবহার করবে নির্বাচন কমিশন। এআই-এর ছাঁকনিতে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ওই সূত্রের দাবি, এর মাধ্যমে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। গত সপ্তাহে পর পর দু’দিন এসআইআর সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত। সেখানে এসআইআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্‌ভিরা। শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অতিরিক্ত সাত দিন সময়ে কী কী করতে হবে? SIR নিয়ে জেলাশাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল