২ ডিসেম্বরের আগে যে সমস্ত এসআইআর ফর্ম বুথ লেভেল অফিসারদের কাছে পড়ে থাকবে সেগুলি ২ ডিসেম্বরের মধ্যেই আপলোড করে দিতে হবে। জেলায় জেলায় এমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বলে কমিশন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন– ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে
এদিকে ভুয়ো ভোটার ধরতে AI ব্যবহার করবে নির্বাচন কমিশন। এআই-এর ছাঁকনিতে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ওই সূত্রের দাবি, এর মাধ্যমে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। গত সপ্তাহে পর পর দু’দিন এসআইআর সংক্রান্ত মামলা শুনেছে শীর্ষ আদালত। সেখানে এসআইআর-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ভিরা। শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
