TRENDING:

যাত্রীবান্ধব পরিবেশ তৈরি, গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য প্রস্তুত পূর্ব রেল

Last Updated:

পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: প্রতি বছর মকর সংক্রান্তির পবিত্র তিথিতে সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে সমবেত হন। এই পবিত্র সময়ে স্বাভাবিকভাবে শান্ত সাগরদ্বীপ রূপ নেয় এক প্রাণবন্ত ‘মিনি-ইন্ডিয়া’-তে, যেখানে বিভিন্ন অঞ্চল, ভাষা ও সংস্কৃতির মানুষ এক অভিন্ন আধ্যাত্মিক লক্ষ্যে একত্রিত হন।
গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য প্রস্তুত পূর্ব রেল
গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য প্রস্তুত পূর্ব রেল
advertisement

পুণ্যার্থীদের বিপুল আগমন সামাল দিতে এবং যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক করতে, পূর্ব রেল কলকাতা/হাওড়া/শিয়ালদহ হয়ে কাকদ্বীপ ও নামখানা স্টেশনের মাধ্যমে সাগরদ্বীপগামী যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই অতিরিক্ত পরিকাঠামো, সুযোগ-সুবিধা ও বিশেষ ট্রেন পরিষেবা আগামী ১৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে, যা মেলার সর্বাধিক ভিড়ের সময়কালকে অন্তর্ভুক্ত করবে।

advertisement

আরও পড়ুন– ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই

ব্যবস্থাপনার বিশেষ দিকসমূহ:

সহায়তা প্রদান: রেল আধিকারিকদের তত্ত্বাবধানে রেলওয়ে হেল্প বুথ ও রেলওয়ে স্বেচ্ছাসেবকরা হাওড়া, শিয়ালদহ, মেট্রো প্রবেশপথ, নামখানা, কাকদ্বীপ এবং পুণ্যার্থীদের অধিক সমাগম প্রত্যাশিত অন্যান্য স্থানে ২৪x৭ ভিত্তিতে পরিষেবা প্রদান করবেন।

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: যাত্রীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে শিয়ালদহ, হাওড়া, নামখানা, কাকদ্বীপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে ব্যাপক পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

advertisement

কলকাতা মেট্রোর সঙ্গে নির্বিঘ্ন যাতায়াত: পুণ্যার্থীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে মেলা চলাকালীন হাওড়া ও শিয়ালদহের মধ্যে কলকাতা মেট্রো বিশেষ অতিরিক্ত পরিষেবা চালাবে। এর ফলে হাওড়ায় আগত যাত্রীরা মাত্র ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনে উঠতে পারবেন।

আরও পড়ুন– লতা মঙ্গেশকরের ৪৬ বছরের পুরনো গান ! অভিনেত্রী এখানে কী বোঝাতে চাইলেন? নায়ক যে পাত্তাই দিলেন না !

advertisement

শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন: যাত্রীদের প্রয়োজন অনুযায়ী শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপ অভিমুখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া যায়।

উন্নত টিকিট বুকিং ব্যবস্থা: শিয়ালদহ, হাওড়া, কাকদ্বীপ ও নামখানায় অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। পাশাপাশি বিবাদি বাগ, ইডেন গার্ডেন্স ও প্রিন্সেপ ঘাট স্টেশনে হ্যান্ডহেল্ড টিকিটিং টার্মিনালের ব্যবস্থা থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বাবুঘাট বাস স্ট্যান্ডেও একটি হ্যান্ডহেল্ড টার্মিনাল মোতায়েন করা হবে।

advertisement

নিরাপত্তা জোরদার: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হবে এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা কার্যকর থাকবে, যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।

দিকনির্দেশক সাইনেজ: প্রধান স্টেশনগুলিতে স্পষ্ট ও পর্যাপ্ত সাইনেজ স্থাপন করা হবে, যাতে পুণ্যার্থীরা সহজেই তাঁদের নির্ধারিত ট্রেনে উঠতে পারেন।

বহুভাষিক ঘোষণা: যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় নিয়মিত ঘোষণা এবং দিকনির্দেশক সাইনেজ প্রদান করা হবে।

চিকিৎসা সহায়তা: শিয়ালদহ, হাওড়া, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হুইলচেয়ার, স্ট্রেচার ও মেডিক্যাল বুথের ব্যবস্থা থাকবে, যাতে প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

রেল আধিকারিকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে যাত্রীদের সর্বোচ্চ আরাম ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যায়। গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে এবং সকল পুণ্যার্থীর জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল অঙ্গীকারবদ্ধ, বলে জানিয়েছেন ডিআরএম শিয়ালদহ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রীবান্ধব পরিবেশ তৈরি, গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য প্রস্তুত পূর্ব রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল