Indigo Flight Bomb Scare: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে

Last Updated:

Human Bomb Threat Message On Kuwait To Hyderabad IndiGo Flight: দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়।

ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! (Representative/File Image)
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! (Representative/File Image)
মুম্বই: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী বিমানটিকে জরুরি অবতরণ করানো হল মুম্বইয়ে। দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। যদিও বিমানে বিপজ্জনক কিছ মেলেনি বলেই খবর। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্কে স্বভাবতই সমস্যার সৃষ্টি হয় ৷ ওই বিমানে মোট কত জন যাত্রী ছিলেন, তা অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি বিমানসংস্থার তরফে ৷
ইন্ডিগো এয়ারলাইন্সের-এর পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি আসেনি। দাবি করা হচ্ছে, হায়দরাবাদ বিমানবন্দরে এদিন ইমেলে একটি হুমকি বার্তা আসে। সেই ইমেলেই বোমার কথা বলা হয়। গত মাসেও হায়দরাবাদ বিমানবন্দরে ইমেল করে বোমার বিষয়ে ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ওই সময়েও একই রকম ভাবে হুমকি বার্তা এসেছিল।
advertisement
advertisement
সোমবার, ১ ডিসেম্বর একইরকমভাবে মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় একটি বেসরকারি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি আসে, যার ফলে পুলিশ সন্দেহজনক কোনও বস্তু খুঁজতে শুরু করে, কিন্তু পরে সেটা ভুয়ো বলে প্রমাণিত হয়। স্কুলের অফিসে সকাল ৬.৩০টা নাগাদ একটি ইমেল আসে, যেখানে বলা হয়েছিল স্কুলে বোমা রাখা হয়েছে এবং স্কুলটিকে উড়িয়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Flight Bomb Scare: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ! কুয়েত থেকে হায়দরাবাদগামী ফ্লাইটের জরুরি অবতরণ মুম্বইয়ে
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement