TRENDING:

Scam: 'কালীঘাটের কাকু'র বাড়িতে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটল বেহালার সোনার দোকান!

Last Updated:

Scam: কালীঘাটের কাকুর শ্বশুরবাড়িতে ১৩ ঘন্টা তল্লাশি চালিয়েও ফিরে গেল ইডির আধিকারিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের শ্বশুরবাড়িতে শনিবার সকাল থেকে ইডি রেইড হয়। এই খবর রটে যাওয়ার পর বেহালা ফকিরপাড়া লেনে রীতিমতো কানাঘুষা শুরু।কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র যেভাবে আর্থিক প্রভাব বিস্তার করেছিলেন, তার ভাগীদার নাকি তার শ্বশুরবাড়ির লোকজনেরা, এমনই অভিযোগ। এলাকা সূত্রে খবর ,শ্বশুরবাড়িতে তিন শ্যালক রয়েছে সুজয়ের।তারা সে রকম ভাবে কাজকর্ম করেন না। তবে তাদেরকে সুজয় বাবু ফাঁসিয়েছেন বলে অনেকেই দাবি করেন।
কালীঘাটের কাকুর বাড়িতে ইডি
কালীঘাটের কাকুর বাড়িতে ইডি
advertisement

শনিবার সকাল থেকে ৪ থেকে ৫ জন ইডির আধিকারিক সুজয় বাবুর শ্বশুরবাড়ি সহ, সুজয় বাবুর বাড়ি এবং সুজয় বাবুর অফিসে তল্লাশি চালানো শুরু করে। শ্বশুরবাড়ির চেহারা দেখে মনে হল না তারা বিত্তশালী বলে।যেহেতু ইডির রেইড চলছে, সেহেতু আশেপাশের কোনো মানুষ সেরকম ভাবে মুখ খুলতে চাইলেন না। প্রণবত্ব এবং সুব্রত কুমার বিশেষ করে এই দুজনকেই দীর্ঘক্ষন জেরা করছিল ইডির আধিকারিকেরা।

advertisement

সুজয় বাবুর, তিনজন শ্যালক মোটের ওপর বেকার বলা চলে। কেউ কোনো দোকানের সেলসম্যান, কেউ বা ছোটখাটো ভাবে প্রোমোটিংয়েক কাজের সঙ্গে যুক্ত। ইডির আধিকারিকেরা তাদের বাড়িতে বিভিন্ন কাগজপত্র ঘেঁটে কিছু নথি উদ্ধার করে। শ্বশুরবাড়ির ঘরে ঢুকতেই একটি আলমারি ছিল।সেই আলমারির চাবি না পেয়ে অবশেষে মিস্ত্রি ডেকে এনে আলমারির চাবি ভাঙায় ইডির আধিকারিকেরা।

advertisement

আরও পড়ুন: কাদের নাম দেখিয়ে প্রশ্ন করল সিবিআই? শুভেন্দুকেই নিশানা, বিস্ফোরক দাবি অভিষেকের

সেই আলমারি থেকে বেশ কিছু সোনা কেনার এবং বন্ধক রাখার কাগজপত্র উদ্ধার করে। পরে বেহালা ম্যানটনের সেই সোনার দোকানে গিয়ে কাগজগুলো পরীক্ষা করে আসে ইডির আধিকারিকরা।

আরও পড়ুন: ‘বললেই পদত্যাগ করব, বই লিখলে বেস্ট সেলার হবে!’ মদনের নিশানায় কে? চরম অস্বস্তিতে তৃণমূল

advertisement

প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে অবশেষে ইডির টিম কিছু নথি বাজেয়াপ্ত করে ওখান থেকে বেরিয়ে যায়। এছাড়াও শ্বশুরবাড়ির পাশে একটি অফিস রয়েছে। সেই অফিসের মধ্যে গিয়ে প্রচুর পরিমাণে দামী মদের বোতল এবং ল্যাপটপ, কম্পিউটার পেয়েছে ইডি। সেখান থেকে একটি হার্ডডিস্ক সংগ্রহ করে বলে সূত্রের খবর। সুজয় ভদ্রের আত্মীয়দের মিলে এবং অফিস মিলে মোট ৫ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। ইডির তরফ থেকে তেমন কিছু জানানো হয়নি এখনও এ বিষয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: 'কালীঘাটের কাকু'র বাড়িতে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটল বেহালার সোনার দোকান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল