Abhishek Banerjee: কাদের নাম দেখিয়ে প্রশ্ন করল সিবিআই? শুভেন্দুকেই নিশানা, বিস্ফোরক দাবি অভিষেকের

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতেই এ দিন অভিষেককে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷

অভিষেককের নিশানায় শুভেন্দু।
অভিষেককের নিশানায় শুভেন্দু।
কলকাতা: সিবিআই দফতরে সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের সময় যে এজেন্টদের নাম তাঁকে দেখানো হয়েছে, তাঁদের অধিকাংশেরই বাড়ি পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে৷ যেহেতু তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী এই দুই জেলার দায়িত্বে ছিলেন, তাই নাম না করেই সরাসরি শুভেন্দুকেই নিশানা করেন অভিষেক৷
এ দিন সকাল ১১টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছন অভিষেক৷ তিনি যখন সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন, তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত ৮.৪৫৷
advertisement
সিবিআই দফতর থেকে বেরিয়েই অভিষেক দাবি করেন, জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য৷ আমারও সময় নষ্ট৷ যাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন তাঁদের সময়ও নষ্ট৷ এর পরেই অভিষেক নিশানা করেন শুভেন্দু অধিকারীকে৷ বিস্ফোরক দাবি করে অভিষেক বলেন, জিজ্ঞাসাবাদের সময় যে এজেন্টদের নাম আমায় দেখিয়ে জিজ্ঞেস করা হল চিনি কি না, তাঁদের ৯০ শতাংশের ঠিকানা পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের৷ তাহলে দলের তরফে এই দুই জেলার দায়িত্বে কে ছিল?
advertisement
সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করেই অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নিয়েছেন৷ সেই ফুটেজ কি সিবিআই-এর কাছে নেই? কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে আমাকে যদি ডেকে পাঠানো হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে তিন জনকে ডেকে পাঠানো হোক৷ তাহলে সিবিআই-এর নিরপেক্ষতা প্রমাণ হবে৷
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতেই এ দিন অভিষেককে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ কুন্তলের দাবি ছিল, অভিষেকের নাম বলার জন্য কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা তাঁকে চাপ দিচ্ছে৷ কুন্তল যেদিন এই চিঠি দেন, তার আগেই শহিদ মিনারের সভা থেকে অভিষেক এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ এ দিন সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ বলেন, আমি তো শহিদ মিনারের সভায় কুন্তল ঘোষের নাম নিইনি৷ মদন মিত্র আর কুণাল ঘোষের কথা বলেছিলাম৷ বলেছিলাম ওনাদের আমার নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে৷ সংবাদমাধ্যম গিয়ে কুন্তল ঘোষকে প্রশ্ন করেছিল৷ তখন সে আমার নাম বলেছে৷ তাহলে এর দায় কী আমার?
advertisement
এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গও টেনে এনেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির দলিল পেয়ে তল্লাশি হয়েছিল৷ তাহলে প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল পেলে কেন দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হবে না? দিলীপ ঘোষ বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি বলে? বিজেপি করলে আইন এক আর আমি তৃণমূল করি বলে আলাদা আইন?’
advertisement
অভিষেক এ দিনও দাবি করেছেন, নবজোয়ার যাত্রায় সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েই তাঁর কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে এই সিবিআই তলব। তাঁর দাবি, আগামী ২২ মে থেকে বাঁকুড়ায় ফের কর্মসূচি শুরু হলে আজকের ঘটনার পর মানুষের উৎসাহ আরও বাড়বে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: কাদের নাম দেখিয়ে প্রশ্ন করল সিবিআই? শুভেন্দুকেই নিশানা, বিস্ফোরক দাবি অভিষেকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement