TRENDING:

Scam: সর্ষের মধ্যে লুকিয়ে ভূত! বাকিবুল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য আসছে ইডির হাতে

Last Updated:

Scam: খাদ্য সামগ্রি কেলেঙ্কারি মামলায় ইডির নজরে বাকিবুর রহমানের বেশ কিছু রেজিস্ট্রার বুক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খাদ্য সামগ্রি কেলেঙ্কারি মামলায় ইডির নজরে বাকিবুর রহমানের বেশ কিছু রেজিস্ট্রার বুক। তাতেই লুকিয়ে গরমিল রহস্য বলে দাবি ইডির। দীর্ঘ সময় ধরে তল্লাশির পর প্রথমে আটক ও পরে বয়ানে একাধিক অসঙ্গতির কারণে অবশেষে শনিবার সকালে বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
বাকিবুল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য আসছে ইডির হাতে
বাকিবুল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য আসছে ইডির হাতে
advertisement

সোমবার তাকে ফের আদালতে তোলা হবে। রেশনের খাদ্য সামগ্রি সরবরাহে দুর্নীতি হয়েছে। ২০২০ সালে নদিয়ার কোতোয়ালি থানায় এফআইআর হয়। সূত্রের খবর, এর আগে এই দুর্নীতর তদন্তে নেমে রাজ্য পুলিশের তরফে বার কয়েক তল্লাশি অভিযান চালানো হয়। পরে এই মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে দাবি, ডিস্ট্রিবিউটরের অর্ডার থেকে সুকৌশনে চাল ও গমের বস্তা সরিয়ে খোলা বাজারে বিক্রি এবং সেই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। তারই তদন্তে নেমে এবার নজরে বাকিবুরের একাধিক চাল ও গম মিলের রেজিস্ট্রার। কারণ সেই রেজিস্ট্রারেই লুকিয়ে রয়েছে রহস্য বলে দাবি ইডির।

advertisement

সূত্রের দাবি, কোনও ডিস্ট্রিবিউটর ১০০ বস্তা গমের অর্ডার দিয়েছেন বাকিবুরকে। সেই গম সরবরাহ করার মধ্যেই লুকিয়ে দুর্নীতি। কি ভাবে দুর্নীতি হয়েছে? ইডি সূত্রে দাবি, এক একটি অর্ডারের সরবরাহ দিতে গিয়ে ৩০ থেকে ৪০ শতাংশ গম বা চাল সরিয়ে নেওয়া হত। এখানেই শেষ নয়, সেই খাদ্য সামগ্রি খোলা বাজারে বিক্রি করে মুনাফা পেয়েছে বাকিবুর।

advertisement

শুধুই কি বাকিবুর? ইডির দাবি, এই কেলেঙ্কারিতে যোগ রয়েছে ডিস্ট্রিবিউটরদের একাংশের। কারণ তাদের কাছেও পৌঁছে যেত খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত টাকার একটা অংশ। তাই তাদের ধরতে বাকিবুরকে জেরা করার প্রয়োজন আছে বলে দাবি ইডির।

আরও পড়ুন, জলবায়ু পরিবর্তনে উদ্বেগ, পরের জুলাইয়ে উইন্টার অলিম্পিকসের আয়োজনকারী নির্বাচন?

advertisement

আরও পড়ুন, স্টেশনেই মিলবে খাসি থেকে চিংড়ি… পুজোর কদিন মুরগি-মটনে জমে যাবে ট্রেন সফর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর রেজিস্ট্রার বুকে রয়েছে গরমিল। তা ধরতেই খতিয়ে দেখা হচ্ছে রেজিস্ট্রার। কখন কত পরিমানে খাদ্য সামগ্রির অর্ডার এসেছে? কত সামগ্রি পাঠানো হয়েছে? সবটাই তদন্ত করে দেখছে ইডি। একই সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: সর্ষের মধ্যে লুকিয়ে ভূত! বাকিবুল গ্রেফতার হতেই চাঞ্চল্যকর তথ্য আসছে ইডির হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল