ডিএলএড ২০২০-২২ ব্যাচের প্রশিক্ষণরতদের নিয়োগ প্রক্রিয়ায় বসার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিএলএড প্রশিক্ষণরতদের সমস্যা পৌছায় সুপ্রিম কোর্টে। ৪ সপ্তাহ পর ফের মামলার শুনানি।
আরও পড়ুন: ছাত্রদের দিয়ে এবার বড় ছক তৃণমূলের, প্রথম টার্গেট সেই শুভেন্দু অধিকারীর জেলা!
প্রসঙ্গত, ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাড়ে ১২ হাজার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। এরইমধ্যে ২০২০-২২ সালে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য, প্রশিক্ষণের কোর্স যে শেষ হয়নি, সেটা বোর্ডের দোষ। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান।
advertisement
আরও পড়ুন: সিপিএম নেতার ছেলে বলেই এমন কাণ্ড? চোপড়ায় ভয়াবহ ঘটনা, আসরে বামেরা
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, শূন্যপদগুলি পূরণ করতে হবে মামলাকারীদের মধ্যে থেকে। তারপর ডিভিশন বেঞ্চ রায় দেয়, শূন্যপদ গুলি পূরণ করতে হবে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া থেকেই।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলাতেই স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।