TRENDING:

Partha Chatterjee: রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য

Last Updated:

শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুুপ চক্রবর্তী, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে চমকে গিয়েছিলেন রাজ্যবাসী৷ খুব একটা পিছিয়ে নেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাইও৷ প্রসন্ন কুমার রায় নামে ওই ব্যক্তিকে শুক্রবারই নিউ টাউন থেকে গ্রেফতার করেছে সিবিআই৷ অভিযোগ, দুবাইয়ের হোটেল মালিক প্রসন্নও এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত৷ কিন্তু তাঁরও উত্থান চমকে দেওয়ার মতোই৷
পার্থর ভাগ্নি জামাই ধৃত প্রসন্ন কুমার রায়৷
পার্থর ভাগ্নি জামাই ধৃত প্রসন্ন কুমার রায়৷
advertisement

সিবিআই সূত্রে খবর, নিউ টাউন- রাজারহাট এলাকায় একাধিক জমি এবং বাগান বাড়ির মালিক এই প্রসন্ন৷ কিন্তু স্থানীয় সূত্রে খবর, প্রথম জীবনে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি৷ এর পর বাড়ি রং করার ঠিকাদার হয়ে ওঠেন প্রসন্ন৷ সেই তিনিই এখন দুবাইয়ে হোটেলের মালিক৷ সঙ্গে নিউ টাউন এলাকায় অন্তত পাঁচটি বাগান বাড়ি রয়েছে তাঁর৷

advertisement

আরও পড়ুন: এসএসসি কাণ্ডে এবার গ্রেফতার পার্থর ভাগ্নি- জামাই! ষড়যন্ত্রে যুক্ত, বলছে সিবিআই

শুধু দুবাই নয়, দার্জিলিং, উত্তরাখণ্ড এবং পুরীতেও একাধিক হোটেল রয়েছে সম্পর্কে পার্থ চট্টোাপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্নর৷ রয়েছে কয়েকটি রিসর্ট৷ এ ছাড়াও উত্তরবঙ্গে তাঁর নামে বেশ কয়েক বিঘা জমিরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা৷ মাত্র কয়েক বছরের মধ্যে কীভাবে রংয়ের ঠিকাদারির কাজ করে এই বিপুল সম্পত্তির মালিক হলেন প্রসন্ন, সেটাই এখন তাঁকে জেরা করে জানতে চান সিবিআই গোয়েন্দারা৷ এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা এই বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷

advertisement

আরও পড়ুন: ১৫ দিনে ওজন কমে ১০৯! হাজতবাসে অনুব্রতর শারীরিক পরিস্থিতির আপডেট

সিবিআই সূ্ত্রে খবর, গতকাল সল্টেলেকে প্রসন্নর কার রেন্টালের অফিস থেকে প্রদীপ কুমার সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনিও জড়িত বলে অভিযোগ৷ ওই অফিস থেকেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷

advertisement

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ধৃত প্রসন্নের যোগ ছিল বলে দাবি সিবিআই-এর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজারহাটের ধাড়সার মহম্মদপুরে দশ কাঠা জমির উপরে ওই ব্যবসায়ীর একটি তিন তলা বাগান বাড়ি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সেই বাগান বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার গিয়েছেন বলেও সিবিআই সূত্রে দাবি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক! পার্থর ভাগ্নি জামাইয়ের বিপুল সম্পত্তিতেও রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল