TRENDING:

Nawsad Siddique: আপাতত গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে! তৃণমূল নেতা খুনে হাইকোর্টে ‘বড়’ স্বস্তি আইএসএফ নেতার

Last Updated:

এদিন, আদালতে নওশাদ জানিয়েছেন, এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, নওশাদের বিরুদ্ধে আপাতত জারি করা যাবে না কোনও গ্রেফতারি পরোয়ানা৷ তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজেও নওশাদ অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোটের সময়ে আইএসএফ নেতা খুনে ভাঙড়ের তৃণমূলনেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু, অসুস্থতার কারণ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত জামিন মেলেনি তৃণমূলনেতার৷ এদিকে, সম্ভবত সেই আশঙ্কা থেকেই আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী৷ এদিন ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগাম জামিন দেয় তাঁকে।
advertisement

গত বছর পঞ্চায়েত নির্বাচনেক সময় ২৬ মার্চ খুন হয়েছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর৷ সেই খুনের পিছনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে৷ নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।

আরও পড়ুন: সন্দেশখালিতে ফের আগুন…বেড়মজুরে চরম উত্তেজনা! গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার

advertisement

এদিন, আদালতে নওশাদ জানিয়েছেন, এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, নওশাদের বিরুদ্ধে আপাতত জারি করা যাবে না কোনও গ্রেফতারি পরোয়ানা৷ তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজেও নওশাদ অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় আদালত৷

আরও পড়ুন: ‘যে কোনও বাচ্চার মৃত্যু দুঃখজনক,’ চোপরা শিশুমৃত্যুতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের! মুখ্যসচিবকে দিলেন নির্দেশ

advertisement

ঋত্বিক ও তাঁর শ্বশুর রাজু নস্কর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ভাঙড়-২ ব্লকের দিকে যাচ্ছিলেন। ঋত্বিকের অভিযোগ, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়েন তাঁরা। তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় নওশাদকে মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন ঋত্বিক।

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া হয়। মাঝে তাঁকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। শুক্রবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: আপাতত গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে! তৃণমূল নেতা খুনে হাইকোর্টে ‘বড়’ স্বস্তি আইএসএফ নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল