গত বছর পঞ্চায়েত নির্বাচনেক সময় ২৬ মার্চ খুন হয়েছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর৷ সেই খুনের পিছনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে৷ নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।
advertisement
এদিন, আদালতে নওশাদ জানিয়েছেন, এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল৷ তিনি তদন্তে সহযোগিতা করেছেন৷ সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, নওশাদের বিরুদ্ধে আপাতত জারি করা যাবে না কোনও গ্রেফতারি পরোয়ানা৷ তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজেও নওশাদ অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় আদালত৷
ঋত্বিক ও তাঁর শ্বশুর রাজু নস্কর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ভাঙড়-২ ব্লকের দিকে যাচ্ছিলেন। ঋত্বিকের অভিযোগ, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়েন তাঁরা। তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় নওশাদকে মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন ঋত্বিক।
এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া হয়। মাঝে তাঁকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। শুক্রবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।