আরও পড়ুন: গুজরাতের বিপুল জয়ে 'সেলিব্রেশন' বঙ্গ বিজেপির! বিধানসভায় লাড্ডু বিলি বিধায়কদের
দেশের বিভিন্ন প্রান্তে জি২০ সম্মেলনের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে যে সমস্ত রাজ্যে জি২০ সম্মেলনের সময় বিশেষ আয়োজন হবে তাদের ওপর বিশেষ জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই প্রস্তুতির লক্ষ্যেই এই বৈঠক করা হচ্ছে। সেদিক থেকে বাংলায় বৈঠক গুরুত্বপূর্ণ।
advertisement
নতুন বছরের শুরুতেই কলকাতার সম্মেলন উপলক্ষ্যে তিন দিনের এক বিশেষ বৈঠকের আয়োজন করা হবে। কলকাতায় ৯-১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। মনে করা হচ্ছে আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে সেই বৈঠক নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়াও জি২০ সম্মেলন ঘিরে বিভিন্ন রাজ্যের উৎকৃষ্ট পণ্যকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের। সেই বিষয়েও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ কথা হতে পারে প্রধানমন্ত্রীর। এ ছাড়াও আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি কলকাতাতে হবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত আরও একটি বৈঠক। পাশাপাশি শিলিগুড়িতে এপ্রিল মাসের ৩-৫ তারিখে পর্যটন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হবে। আলোচনায় উঠে আসতে পারে সেই সব প্রসঙ্গও।
আবির ঘোষাল