TRENDING:

জোকা থেকে তারাতলা আজ থেকেই শুরু মেট্রোর মহড়া দৌড়! কবে চালু পরিষেবা? জানুন জরুরি খবর

Last Updated:

Joka-Taratola Metro: আপাতত একটি লাইনেই, একটি রেক নিয়ে পরিষেবা শুরুর ইচ্ছা প্রকাশ মেট্রোর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জোকা থেকে তারাতলা। দীর্ঘ ১২ বছর পরে আজ থেকে শুরু হচ্ছে মেট্রোর মহড়া দৌড়। মহড়ার শেষে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলতি বছরের অক্টোবরে পরিষেবা শুরু করতে চায় কর্তৃপক্ষ। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা স্টেশন নির্মাণ আগেই সম্পূর্ণ হয়েছে। মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোপথ নির্মাণ এখনও শুরু হয়নি। তবে মাঝেরহাটের পরের অংশে কাজ চলছে।
জোকা-তারাতলা মেট্রো
জোকা-তারাতলা মেট্রো
advertisement

জোকা থেকে তারাতলা এই মেট্রো পরিষেবা শুরুতে ‘ওয়ান ট্রেন সার্ভিস’ ব্যবস্থায় চলবে বলে জানিয়েছেন কর্তারা। একটি ট্রেন জোকা ছেড়ে বিভিন্ন স্টেশন হয়ে তারাতলা পৌঁছবে। আবার ফিরতি পথে ওই লাইন ধরে অথবা পাশের লাইন দিয়ে তারাতলায় ফিরে আসবে।মেট্রোর কর্তাদের মতে, একটি ট্রেন নিয়ে মহড়া দৌড় শুরু হলে সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন নেই। একাধিক ট্রেন লাইনে থাকলেই সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন হয়।সূত্রের খবর, মেট্রোর পরিষেবায় ডিপোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রেক রক্ষণাবেক্ষণে উপযুক্ত পরিকাঠামো ছাড়া পরিষেবা শুরু সম্ভব নয়।

advertisement

আরও পড়ুন: পার্থর পুজোর 'মুখ' অর্পিতা! নাকতলায় পুজো হলেও অর্পিতার পুজো কি কাটবে জেলেই? সব পরিকল্পনাই মাটি

জমি জটে ডিপোর নির্মাণ দীর্ঘদিন থমকে ছিল। জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রোর উড়ালপথ নির্মাণ এক দশক ধরে চললেও ডিপো নির্মাণের জমি অধিগ্রহণ গতি পায় ২০১৭ সালের পর থেকে। তার পরেও বহু দিন একবারে জমি না মেলায় ডিপোর নির্মাণ শুরু হয়নি। পরে রাজ্য সরকারের তরফে জমিদাতাদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করে জট ছাড়ানো হয়। চলতি বছরের শুরুতে জমির ৯৫ শতাংশের জট কাটায় পুরোদমে নির্মাণ শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ ফের কল্পতরু মুখ্যমন্ত্রী! খড়গপুরে একাধিক শিলান্যাস

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

উত্তর-দক্ষিণ মেট্রোয় নন এসি রেকের ব্যবহার গত বছরের শুরু থেকেই সম্পূর্ণ বন্ধ। পড়ে থাকা সেই রেকই আপাতত মহড়া দৌড়ের জন্য নিয়ে আসা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, জোকা-বি বা দী বাগ মেট্রোর ডিপো ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ হতে আরও বছর দুয়েক লাগবে। রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেড ছাড়াও ট্রেন মেরামত এবং পরীক্ষার জন্য বিশেষ লাইন  যাবতীয় পরিকাঠামো গড়তে সময় প্রয়োজন। আপাতত ডিপোয় যে পরিকাঠামো গড়া হয়েছে তা দিয়ে মেট্রো পরিষেবা চালানো যাবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোকা থেকে তারাতলা আজ থেকেই শুরু মেট্রোর মহড়া দৌড়! কবে চালু পরিষেবা? জানুন জরুরি খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল