প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্পত্তির হলফনামাও জমা দিতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে৷
আরও পড়ুন: গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যেতেন পার্থ- অর্পিতাকে! ইডি নজরে বেহালার ব্যবসায়ী
এসএসসি-র মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে৷ গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা৷ মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেই কারণেই দু' জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷
advertisement
এ দিন বেলা বারোটা নাগাদ মানিককে তলব করেছিল ইডি৷ কিন্তু তার অনেক আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তিনি৷ ইডি-র সূত্রে খবর, প্রথমে মানিককে একাই জিজ্ঞাসাবাদ করা হবে৷ জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্বে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসানো হতে পারে৷