Partha Chatterjee and Arpita Mukherjee arrest: গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যেতেন পার্থ- অর্পিতাকে! ইডি নজরে বেহালার ব্যবসায়ী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রেখে জেরা শুরু করেছেন ইডি কর্তারা৷
#কলকাতা: ইডি-র নজরে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠ বেহালার বাসিন্দা এক ব্যবসায়ী৷ ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি গাড়ির শোরুমও রয়েছে। ইডি কর্তাদের আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যক্তিগত সফরে বেরোলে নাকি গাড়ির ব্যবস্থা করে দিতেন ওই ব্যবসায়ী৷ শুধু তাই নয়, নিজে গাড়ি চালিয়েও নিয়ে যেতেন তিনি৷
তবে ওই ব্যবসায়ীর ইডি নজরে পড়ার কারণ সম্পূর্ণ অন্য৷ তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি কর্তারা বোলপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চারটি জমির খোঁজ পেয়েছেন৷ তাঁরা জানতে পেরেছেন, রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বেহালার ওই ব্যবসায়ীই ওই জমিগুলির খোঁজ দিয়েছিলেন৷ পরবর্তী সময়ে ওই সব জমির দেখভালও করতেন তিনি৷ ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেট ব্যবসাতেও এসএসসি দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা৷ এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই ওই ব্যবসায়ীকে জেরা করতে চান ইডি কর্তারা৷
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর ইতিমধ্যেই একটি নামী বস্ত্র বিপণীর কর্ণধারকে তলব করেছে ইডি৷ যদিও গতকাল হাজিরা দেননি ওই ব্যবসায়ী৷ ওই বস্ত্র বিপণীর ব্যবসাতেও এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে বলে অনুমান ইডি কর্তাদের৷ টাকা পাচারের ক্ষেত্রেও ওই ব্যবসায়ীর ভূমিকা রয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা৷
advertisement
গতকাল থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রেখে জেরা শুরু করেছেন ইডি কর্তারা৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের বহিষ্কৃত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকেও আজ ইডি দফতরে তলব করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 9:22 AM IST