TRENDING:

Mamata Banerjee: আমাকে চড় মারুন, কিন্তু কারও চাকরি খাবেন না! চাকরি হারাদের হয়ে জোর সওয়াল মমতার

Last Updated:

যাঁদের চাকরি যাচ্ছে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারাচ্ছেন শয়ে শয়ে সরকারি কর্মী৷ কেউ স্কুলে পড়াতেন, কেউ আবার গ্রুপ সি কর্মী৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এবার প্রকাশ্যেই চাকরি হারানো এই সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁদের ভুলে বেআইনি নিয়োগ হয়েছে তাঁদের শাস্তির পক্ষে সওয়াল করলেও চাকরি থেকে বরখাস্ত করার বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনে যাঁরা চাকরি হারাচ্ছেন তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেন মমতা৷

আরও পড়ুন: 'স্যার হয় আমাকে ছেড়ে দিন, না হয়..." বিচারকের সামনে হাত জোড় করে বিস্ফোরক মানিক!

advertisement

এ দিন আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চাকরি বাতিলের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ কিছুটা হতাশার সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলে কিছু মনে করব না। জেনেশুনে কোনওদিন কোনও অন্যায় করিনি৷ ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তোমরা কেন খাচ্ছ? এখন রোজ কথায় কথায় তিন, চার হাজার চাকরি বাদ যাচ্ছে৷ সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷'

advertisement

এর পরেই যাঁদের চাকরি যাচ্ছে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী৷ এ প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের উদাহরণও দেন তিনি৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, চাকরি সংক্রান্ত একটি মামলার রায়ে ভুল সংশোধনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি, কিন্তু চাকরি বাতিলের নির্দেশ দেননি৷

আরও পড়ুন: "অনুব্রতর কথাতে কাজ করেছি...." ইডি-র জেরায় আজ 'চার্টাড অ্যাকাউন্ট' মণীশের মুখোমুখি অনুব্রত

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷ কালকেও দু' জন সুইসাইড করেছে৷ যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷ আমার তাদের জন্য কোনও দয়ামায়া নেই৷ কেউ ভুল করে থাকলে তার দায় তাঁরা নেবে কেন? কেউ হয়তো চাকরি করে সংসার করেছে, বাবা-মাকে দেখছে৷ হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কী? কথায় কথায় চাকরি খাবেন না। দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক৷'

advertisement

কিছুটা আবেগমথিত হয়েই মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আইন অনুযায়ী চাকরিটা ফিরিয়ে দিন৷ ভুল করে থাকলে আইন অনুযায়ী সুযোগ দেওয়া হোক৷ দরকার হলে সে আবার পরীক্ষা দিক৷ বা আদালত যেটা বলবে সেই অনুযায়ী আমরা বন্দোবস্ত করব৷ কিন্তু কথায় কথায় চাকরিটা খাবেন না৷ আমাকে, আমার দল, সরকারকে পছন্দ না হতে পারে৷ দু' বেলা গালাগাল দিন, আমাকে মারুন৷ কিন্তু দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র-যৌবনের খাবার অধিকার কেড়ে নেবেন না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশেই অসংখ্য বেআইনি নিয়োগ বাতিল করতে হয়েছে এসএসসি-কে৷ সম্ভবত সেই কারণেই এ দিন আইনজীবীদের অনুষ্ঠানে গিয়ে এই প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আমাকে চড় মারুন, কিন্তু কারও চাকরি খাবেন না! চাকরি হারাদের হয়ে জোর সওয়াল মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল