Anubrata Mandal: "অনুব্রতর কথাতে কাজ করেছি...." ইডি-র জেরায় আজ 'চার্টাড অ্যাকাউন্ট' মণীশের মুখোমুখি অনুব্রত

Last Updated:

Anubrata Mandal: গরু পাচার মামলায় এবার অনুব্রত কন্যাকে বুধবার  তলব করেছে ইডি। দিল্লি ইডি দফতরে তলব করে অনুব্রতর সঙ্গে মুখোমুখি জেরা করবে ইডি। বয়ান  রেকর্ড করে  ভিডিওগ্রাফি করা হবে।

চাপ বেড়ে গেল অনুব্রত মণ্ডলের
চাপ বেড়ে গেল অনুব্রত মণ্ডলের
কলকাতা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মণীশ কোঠারি বলেছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট, তিনি যা যা করেছেন সব অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন মণীশ কোঠারি।অন্যদিকে অনুব্রতর দাবি, তিনি কিছু জানেন না। ফলে মঙ্গলবার অনুব্রত ও মনীশকে মুখোমুখি বসানো হবে জেরায়। অনুব্রত অস্বীকার করলে বিপাকে পড়তে পারেন মণীশ। উল্টোদিকে মণীশ অস্বীকার করলে বিপাকে পরতে পারেন অনুব্রত।দুজনের বয়ান ভিডিওগ্রাফি করা হবে।
আজকের বয়ান গুরুত্বপূর্ণ। কারণ আগামিকাল অনুব্রতর কন্যা সুকন্যাকে অনুব্রতর মুখোমুখি  বসানো হবে।" যা জানে সব জানেন অনুব্রতর সিএ মণীশ কোঠারি" - একথা জানিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। আর সেটাই কি কাল হল? গরু পাচার মামলায় এবার অনুব্রত কন্যাকে বুধবার  তলব করেছে ইডি। দিল্লি ইডি দফতরে তলব করে অনুব্রতর সঙ্গে মুখোমুখি জেরা করবে ইডি। বয়ান  রেকর্ড করে  ভিডিওগ্রাফি করা হবে। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ভোলে বোম রাইস মিল। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা কীভাবে বিনিয়োগ? কোথা থেকে এল কোটি কোটি টাকা? ১০ - ১৮ নভেম্বর মধ্যে এই সাড়ে ৬ কোটি কোথা থেকে এলো?টাকার উৎস কি?
advertisement
advertisement
ইডির দাবি, "অনুব্রত বলছেন কিছু জানেন না। তাই মেয়ে সুকন্যার মুখোমুখি বসানো হবে অনুব্রতকে বুধবার। নথি দেখিয়ে জেরা করা হবে। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট। একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? এর আগে ইডিতে মণীশ কোঠারি ও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুকন্যা বলেছিলেন " যা জানেন সব জানেন মণীশ কোঠারি"। তাই মণীশ কোঠারির সঙ্গে মুখোমুখি  অনুব্রতকে  বসানো হয়। সমস্ত হিসাব নিকেশ রাখতেন মণিশ। নথি দেখিয়ে অনুব্রত মুখোমুখি জেরা করবে মণীশকে।
advertisement
ইডি দিল্লি রাউস অভিনিউ কোর্টে আবেদন করেছিল, অনুব্রতকে এগারো দিনের হেফাজত প্রয়োজন। কারণ বারো জনকে সমন পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন অনুব্রতর মেয়ে, অনুব্রতর চার্টাড অ্যাকাউনটেন্ট সহ মোট বারো জন। অনুব্রতর সঙ্গে এদের মুখোমুখি জেরা করা হবে। অনুব্রত বেশিরভাগ প্রশ্নের উত্তরে বলছেন তিনি জানেন না। ফলে যাঁরা অনুব্রতর কথা বলেছেন। তাঁদের মুখোমুখি বসাতে চায় ইডি।
advertisement
অর্পিতা হাজরা
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mandal: "অনুব্রতর কথাতে কাজ করেছি...." ইডি-র জেরায় আজ 'চার্টাড অ্যাকাউন্ট' মণীশের মুখোমুখি অনুব্রত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement